সূচক কমলেও বেড়েছে লেনদেন

টানা দরপতনে ডিএসইর বাজারমূলধন উড়ে গেল ৮ হাজার ৬০০ কোটি টাকা

সময়: শনিবার, নভেম্বর ৮, ২০২৫ ৮:৪১:১৩ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: টানা দরপতনের ধারায় গত সপ্তাহজুড়ে দেশের পুঁজিবাজারে বড় ধরনের মূলধন হারিয়েছে বিনিয়োগকারীরা। সপ্তাহ শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বাজারমূলধন কমেছে সাড়ে ৮ হাজার কোটি টাকার বেশি। একই সঙ্গে তিনটি সূচকই বড় ধরনের পতনের মুখে পড়ে। তবে কিছুটা আশার খবর হলো, গড় দৈনিক লেনদেন সামান্য বৃদ্ধি পেয়েছে।

গত সপ্তাহে ডিএসইতে মোট ৩৮৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে মাত্র ৪০টির, বিপরীতে কমেছে ৩৪০টির, আর অপরিবর্তিত ছিল ৯টি প্রতিষ্ঠানের দাম। অর্থাৎ, দাম বাড়ার তুলনায় দাম কমার সংখ্যা ছিল প্রায় ৮ দশমিক ৫ গুণ বেশি।

এমন দরপতনের ফলে সপ্তাহের শেষ কার্যদিবসে ডিএসইর বাজারমূলধন দাঁড়ায় ৬ লাখ ৯০ হাজার ৯১৫ কোটি টাকায়, যা আগের সপ্তাহের ৬ লাখ ৯৯ হাজার ৫৪৭ কোটি টাকার তুলনায় ৮ হাজার ৬৩২ কোটি টাকা বা ১ দশমিক ২৩ শতাংশ কম। আগের সপ্তাহেও মূলধন কমেছিল ৫ হাজার ৭৯৬ কোটি টাকা। অর্থাৎ টানা দুই সপ্তাহে বাজারমূলধন কমেছে ১৪ হাজার কোটি টাকারও বেশি।

মূলধনের পাশাপাশি সূচকেও বড় পতন দেখা গেছে। প্রধান সূচক ডিএসইএক্স এক সপ্তাহে কমেছে ১৫৪ দশমিক ২৮ পয়েন্ট বা ৩ দশমিক ০১ শতাংশ। আগের সপ্তাহে সূচকটির পতন ছিল ২৭ দশমিক ৬৭ পয়েন্ট বা ০ দশমিক ৫৪ শতাংশ।

ইসলামি শরিয়াহভিত্তিক কোম্পানিগুলোর সূচক ডিএসই শরিয়াহ গত সপ্তাহে কমেছে ৪৩ দশমিক ৪২ পয়েন্ট বা ৪ দশমিক ০ শতাংশ। আগের সপ্তাহে এ সূচক কমেছিল ৫ দশমিক ৯২ পয়েন্ট বা ০ দশমিক ৫৪ শতাংশ।

অন্যদিকে, বাছাইকৃত ভালো কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক সপ্তাহজুড়ে কমেছে ৪৭ দশমিক ১৪ পয়েন্ট বা ২ দশমিক ৩৭ শতাংশ। আগের সপ্তাহে সূচকটির পতন ছিল ১০ দশমিক ৩৪ পয়েন্ট বা ০ দশমিক ৫২ শতাংশ।

যদিও সূচক ও মূলধন উভয়ই নিম্নমুখী ছিল, তবু লেনদেনের গতি কিছুটা বেড়েছে। সপ্তাহজুড়ে প্রতিদিন গড়ে লেনদেন হয়েছে ৪৮৪ কোটি ৪৪ লাখ টাকার, যা আগের সপ্তাহের ৪৫৭ কোটি ৩৭ লাখ টাকার তুলনায় ২৭ কোটি ৭ লাখ টাকা বা প্রায় ৫ দশমিক ৯২ শতাংশ বেশি।

বিশ্লেষকরা বলছেন, বাজারে ধারাবাহিক পতনের কারণে বিনিয়োগকারীরা এখনো সতর্ক অবস্থানে রয়েছেন। তবে লেনদেনের সামান্য বৃদ্ধি বাজারে আস্থার কিছুটা ইঙ্গিত দিতে পারে বলে মত তাদের।

Share
নিউজটি ৬১ বার পড়া হয়েছে ।
Tagged