টার্নওভার তালিকার শীর্ষে ১০ শেয়ার বাংলাদেশ শিপিং কর্পোরেশন

সময়: বুধবার, জানুয়ারি ১১, ২০২৩ ৫:৩৮:০৫ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক: আজ সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টার্নওভার তালিকা বা লেনদেনের শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন। এদিন ডিএসইতে কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৪১ কোটি ৩০ লাখ ৮ হাজার টাকার। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা যায়, লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে বসুন্ধরা পেপার মিলস। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৩২ কোটি ২৯ লাখ ৫৬ হাজার টাকার।

জেনেক্স ইনফোসিস লিমিটেড ২২ কোটি ৩০ লাখ ৮৬ হাজার টাকার শেয়ার হাতবদলের মাধ্যমে লেনদেনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে।

লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে জেএমআই হসপিটাল, ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন, ওরিয়ন ফার্মা, সি পার্ল বিচ রিসোর্ট, ইস্টার্ন হাউজিং লিমিটেড, নাভানা ফার্মা এবং ওরিয়ন ইনফিউশন লিমিটেড।

 

Share
নিউজটি ১৩৭ বার পড়া হয়েছে ।
Tagged