ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের আইপিও আবেদনের তারিখ নির্ধারণ

সময়: মঙ্গলবার, মার্চ ১৪, ২০২৩ ৮:২২:২৭ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক: পাওয়া ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের আইপিও (প্রাথমিক গণপ্রস্তাব) আবেদনের তারিখ নির্ধারণ করা হয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে, কোম্পানিটির আইপিও আবেদন আগামী ৩ এপ্রিল শুরু হয়ে চলবে ৯ এপ্রিল পর্যন্ত।

জানা যায়, কোম্পানিটি ফক্সড প্রাইস পদ্ধতিতে আইপিওর মাধ্যমে শেয়ারবাজার থেকে ১৬ কোটি টাকা মূলধন উত্তোলন করবে।

গত ২৫ জানুয়ারি অনুষ্ঠিত ৮৫৩তম কমিশন সভায় এ কোম্পানির অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

জানা গেছে, কোম্পানিটি আইপিওর মাধ্যমে প্রতিটি ১০ টাকা মূল্যের ১ কোটি ৬০ লাখ শেয়ার ইস্যু করে শেয়ারবাজার থেকে ১৬ কোটি উত্তোলন করবে।

উত্তোলিত অর্থ সরকারি ট্রেজারি বন্ড, শেয়ারবাজারে বিনিয়োগ, এফডিআর বিনিয়োগ ও ইস্যু ব্যবস্থাপনা খরচ খাতে ব্যয় করবে কোম্পানিটি।

কোম্পানিটির ইস্যু ম্যানেজারের দায়িত্বে রয়েছে বিএমএসএল ইনভেস্টমেন্ট লিমিটেড।

উল্লেখ্য, শেয়ারবাজারে তালিকাভুক্তির পূর্বে কোম্পানির কোন প্রকার ডিভিডেন্ড অনুমোদন, ঘোষণা বা বিতরন করতে পারবেনা।

Share
নিউজটি ২৪৭ বার পড়া হয়েছে ।
Tagged