ডরিন পাওয়ারের চাঁদপুর পাওয়ার প্ল্যান্টের উৎপাদন শুরু

সময়: সোমবার, ফেব্রুয়ারি ১৪, ২০২২ ১২:৪০:০৬ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত বিদ্যুৎ ও জ্বালানি খাতের কোম্পানি ডরিন পাওয়ার জেনারেশন অ্যান্ড সিস্টেমস লিমিটেডের মালিকানাধীন কোম্পানি চাঁদপুর পাওয়ার প্ল্যান্টের উৎপাদন শুরু হয়েছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা যায়, ১১ ফেব্রয়ারি ২০২২ তারিখ থেকে কোম্পানিটির উৎপাদন শুরু হয়েছে। আগামী ১৫ বছর পর্যন্ত কোম্পানিটি বিদ্যুৎ উৎপাদন ও বিতরণ করতে পারবে।

উল্লেখ্য, কোম্পানিটির ৯৯.৯০ শতাংশ মালিকানা রয়েছে ডরিন পাওয়ারের।

উল্লেখ্য, বিদ্যমান আইনে বিএসইসির অনুমোদন ছাড়া বোনাস শেয়ার ইস্যু করা যায় না। এই অনুমোদনের ক্ষেত্রে বিএসইসি বোনাস শেয়ার ইস্যুর যৌক্তিকতা যাচাই করে। ফলে কমে এসেছে অযৌক্তিক বোনাস শেয়ারের পরিমাণ।
দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/এসএ/খান

 

Share
নিউজটি ২৩৭ বার পড়া হয়েছে ।
Tagged