ডাচ-বাংলা ব্যাংকের তৃতীয় সাবঅর্ডিনেটেড বন্ডের শেয়ার বিওতে জমা

সময়: বুধবার, মার্চ ৩১, ২০২১ ৩:৫১:৫৪ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : বিনিেেয়াগকারীদের বিও হিসাবে জমা হয়েছে পুঁজিবাজারের তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি ডাচ-বাংলা ব্যাংকের তৃতীয় সাব-অর্ডিনেটেড বন্ডের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) লটারিতে বরাদ্দপ্রাপ্ত শেয়ার।

সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, আজ বুধবার, ৩১ মার্চ বন্ডটির লটারিতে বরাদ্দপ্রাপ্ত শেয়ার বিনিয়োগকারীদের বিও হিসাবে জমা হয়েছে।

ব্যাংকটি ৫০০ কোটি টাকার সাবঅর্ডিনেটেড বন্ড ইস্যু করেছে। প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে বন্ড ইস্যু করবে। ডাচ-বাংলা ব্যাংক টায়ার-২ ব্যাংক কাঠামোর শর্তপূরণে ব্যাসেল-৩ অধীনে বন্ড ইস্যু করবে। বন্ডটির বৈশিষ্ট্য হচ্ছে আনসিকিউরড, নন-কনভার্টাবল, সাবঅর্ডিনেটেড বন্ড। বন্ডটির মেয়াদ হবে ৭ বছর।

দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/এসএ/খান

Share
নিউজটি ৫৩৯ বার পড়া হয়েছে ।
Tagged