সূচক কমলেও বেড়েছে লেনদেন

. ডিএসইতে উল্টো প্রবাহ: কমেছে লেনদেন, বেড়েছে বাজারমূলধন

সময়: শনিবার, অক্টোবর ২৫, ২০২৫ ২:৫৯:২৫ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ দুই সপ্তাহের ধারাবাহিক পতনের পর অবশেষে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ফিরেছে বাজারমূলধনের চাঙ্গাভাব। গত সপ্তাহজুড়ে বাজারে দরপতন হওয়া প্রতিষ্ঠানের সংখ্যা বেশি হলেও, সার্বিকভাবে বাজার মূলধনে যোগ হয়েছে প্রায় ৬ হাজার ৫৮ কোটি টাকা। একই সঙ্গে বেড়েছে প্রধান মূল্য সূচক, যদিও দৈনিক গড় লেনদেন কমেছে।

ডিএসই সূত্রে জানা গেছে, গত সপ্তাহে মোট ৩৯২টি প্রতিষ্ঠান ও মিউচুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিট লেনদেন হয়। এর মধ্যে ১৫৭টির দর বেড়েছে, ২০৩টির দর কমেছে, আর ৩২টির দর অপরিবর্তিত রয়েছে। অর্থাৎ, লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে প্রায় ৫২ শতাংশের দরপতন হয়েছে।

তারপরও সপ্তাহের শেষে বাজার মূলধন দাঁড়িয়েছে ৭ লাখ ৫ হাজার ৩৪৩ কোটি টাকা, যা আগের সপ্তাহের ৬ লাখ ৯৯ হাজার ২৮৫ কোটি টাকা থেকে বেড়ে ৬ হাজার ৫৮ কোটি টাকা বা ০.৮৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

এর আগে টানা দুই সপ্তাহ ধরে বাজার মূলধন কমেছিল। আগের সপ্তাহে কমে ১৭ হাজার ৮৪১ কোটি টাকা (২.৪৯%), এবং তার আগের সপ্তাহে কমে ৭ হাজার ৯৩৭ কোটি টাকা (১.০৯%)। ফলে মোট ২৫ হাজার কোটি টাকার পতনের পর বাজারমূলধনে এবার ইতিবাচক পরিবর্তন এসেছে।

সূচকে ঊর্ধ্বমুখী প্রবণতা
বাজার মূলধনের পাশাপাশি সূচকেও দেখা গেছে ঊর্ধ্বগতি।

ডিএসইএক্স সূচক গত সপ্তাহে বেড়েছে ৩০.৪৭ পয়েন্ট বা ০.৬০ শতাংশ। আগের সপ্তাহে এই সূচক কমেছিল ১৬৪.৩০ পয়েন্ট (৩.১১%), এবং তার আগের সপ্তাহে ১৩২.০৭ পয়েন্ট (২.৪৪%)।

ডিএসই শরিয়াহ সূচক বেড়েছে ২.২৬ পয়েন্ট বা ০.২১ শতাংশ। আগের সপ্তাহে এটি কমেছিল ৪৭.৯৮ পয়েন্ট (৪.২৩%), এবং তার আগের সপ্তাহে ৩৭.৭১ পয়েন্ট (৩.২২%)।

ডিএসই-৩০ সূচক, যা নির্বাচিত ভালো কোম্পানি নিয়ে গঠিত, বেড়েছে ৩০.১৮ পয়েন্ট বা ১.৫৩ শতাংশ। আগের সপ্তাহে সূচকটি কমে ৬৫.১২ পয়েন্ট (৩.২০%), এবং তার আগের সপ্তাহে ৪৮.৮০ পয়েন্ট (২.৩৪%)।

লেনদেনে স্থবিরতা
বাজার মূলধন ও সূচক বাড়লেও লেনদেনে দেখা গেছে মন্থরতা।
গত সপ্তাহে ডিএসইতে দৈনিক গড়ে লেনদেন হয়েছে ৪২৭ কোটি ৭৪ লাখ টাকা, যা আগের সপ্তাহের ৫২২ কোটি ২২ লাখ টাকা থেকে কম। অর্থাৎ, সপ্তাহের ব্যবধানে দৈনিক গড় লেনদেন কমেছে প্রায় ৯৪ কোটি ৪৮ লাখ টাকা বা ১৮.০৯ শতাংশ।

বিশ্লেষকরা বলছেন, বাজারে এখনও বিনিয়োগকারীরা সতর্ক অবস্থায় থাকলেও, বাজার মূলধন ও সূচকের উর্ধ্বমুখী প্রবণতা ভবিষ্যতে ইতিবাচক প্রবাহের ইঙ্গিত দিচ্ছে।

 

Share
নিউজটি ৭ বার পড়া হয়েছে ।
Tagged