সূচক কমলেও বেড়েছে লেনদেন

ডিএসইতে টানা দরপতন, পাঁচ দিনে সূচক হারাল ১৪২ পয়েন্ট

সময়: রবিবার, ডিসেম্বর ৭, ২০২৫ ৪:১১:২৩ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা থাকলেও সপ্তাহের শুরুতেই সেই আশা আবার ভেঙে গেছে। গত সপ্তাহের শেষ দিনের নিম্নমুখী ধারার পর আজ ৭ ডিসেম্বর ২০২৫ (রোববার) বাজার সূচক পতনের মধ্য দিয়ে নতুন সপ্তাহ শুরু করেছে।
টানা পাঁচ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচক কমেছে ১৪২ পয়েন্টের মতো, অথচ এর আগের পাঁচ দিনে সূচক বেড়েছিল ১৫৯ পয়েন্ট। এ অবস্থার জন্য বাজার সংশ্লিষ্টরা নিয়ন্ত্রক সংস্থার উদাসীন মনোভাবকেই প্রধান দায় হিসেবে দেখছেন।

তাদের ভাষ্য—বাজারে একের পর এক পতন ঘটলেও নিয়ন্ত্রক কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো দৃশ্যমান পদক্ষেপ নেওয়া হচ্ছে না। বরং পরিস্থিতি দেখে মনে হচ্ছে স্থিতিশীলতা আনার পরিবর্তে বাজারকে আরও অস্থির হতে দেওয়া হচ্ছে। বিনিয়োগকারীদের বক্তব্য—এমন অবস্থা চলতে থাকলে তারা আবার আন্দোলনে নামতে বাধ্য হবেন।
উল্লেখ্য, আগের টানা দরপতনের সময় বিনিয়োগকারী সংগঠনগুলো মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছিল। তখন কিছুদিন বাজারে উত্থান দেখা গেলেও আবারও বাজার পতনের মুখে পড়েছে। সংশ্লিষ্টরা বলছেন, বাজার নিয়ন্ত্রণে নিয়ন্ত্রক সংস্থার প্রয়োজনীয় আন্তরিকতার ঘাটতি স্পষ্ট।

সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেনের শুরুটা নেতিবাচক প্রবণতায় হয়েছে। দিনের শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৩.৯২ পয়েন্ট হারিয়ে দাঁড়ায় ৪৮৭২.৬৪ পয়েন্টে। একই সময় ডিএসইএস সূচক ৩.৮৭ পয়েন্ট কমে অবস্থান নেয় ১০২০.৯০ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৫.৫১ পয়েন্ট নামিয়ে ঠেকেছে ১৮৮৬.১১ পয়েন্টে।

মোট ৩৮৭টি প্রতিষ্ঠান আজ লেনদেনে অংশ নেয় ডিএসইতে। এর মধ্যে ১১০টি কোম্পানির শেয়ারদর বেড়েছে, ২০৯টির কমেছে এবং ৬৮টির দর অপরিবর্তিত থাকে।

ডিএসইতে আজ মোট লেনদেন হয়েছে ২৬৭ কোটি ৬৪ লাখ টাকার। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৩৬৪ কোটি ৩৭ লাখ টাকার। ফলে আজকের লেনদেন আগের দিনের তুলনায় কমেছে ৯৬ কোটি ৭৩ লাখ টাকা।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও দেখা গেছে মূল্যসংশোধনের ধারা। সিএসইতে আজ লেনদেন হয়েছে ১৩ কোটি ৯৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট, যা আগেরদিনের ১৩ কোটি ৮১ লাখ টাকার তুলনায় সামান্য বেশি।

সিএসইতে আজ লেনদেন করা ১৫৪টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ারদর বেড়েছে ৩৭টির, কমেছে ৯৯টির এবং অপরিবর্তিত রয়েছে ১৮টির শেয়ারদর।

দিনশেষে সিএএসপিআই সূচক ৬২ পয়েন্ট কমে অবস্থান নেয় ৫৯৬৮৪.৫৫ পয়েন্টে। আগেরদিন সূচক কমেছিল ১৪৪.১৩ পয়েন্ট।

Share
নিউজটি ৫২ বার পড়া হয়েছে ।
Tagged