আইপিডিসি ফাইন্যান্স

ডিএসইর দর পতনের শীর্ষে আইপিডিসি

সময়: বুধবার, মার্চ ২৭, ২০২৪ ৩:২৫:৩৮ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: আজ ২৭ মার্চ ডিএসইর (ঢাকা স্টক এক্সচেঞ্জ) দর পতনের শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

এদিন শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে আইপিডিসির। এর মাধ্যমে প্রতিষ্ঠানটি ডিএসইর দর পতনের তালিকার শীর্ষে উঠে আসে।

এদিন প্রতিষ্ঠানটির দর আগের কার্যদিবসের তুলনায় কমেছে ২ টাকা ৪০ পয়সা বা ৯.২৬ শতাংশ। যার ফলে ডিএসইর দর পতনের তালিকায় প্রথম স্থান নিয়েছে প্রতিষ্ঠানটি।

আজ কোম্পানিটির প্রতিটি শেয়ার সর্বশেষ ২৩ টাকা ৫০ পয়সায় লেনদেন হয়েছে।

দর পতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ক্রিস্টাল ইন্স্যুরেন্সের শেয়ার দর কমেছে ১০ টাকা ১০ পয়সা বা ৮.৮৯ শতাংশ। আজ প্রতিষ্ঠানটির প্রতিটি শেয়ার সর্বশেষ ১০৩ টাকা ৫০ পয়সায় লেনদেন হয়েছে।

আর ১ টাকা ২০ পয়সা বা ৮.৫১ শতাংশ দর পতন নিয়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে ইভিন্স টেক্সটাইল। এদিন কোম্পানিটির প্রতিটি শেয়ার সর্বশেষ ১২ টাকা ৯০ পয়সায় লেনদেন হয়েছে।

এদিন ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- এএফসি অ্যাগ্রো বায়োটেকের ৮.২২ শতাংশ, ইনটেক অনলাইনের ৮.১৩ শতাংশ, আফতাব অটোমোবাইলসের ৭.৯৪ শতাংশ, লিগ্যাসি ফুটওয়ারের ৭.১২ শতাংশ, দেশবন্ধু পলিমারের ৭.০৭ শতাংশ, এশিয়াটিক ল্যাবরেটরিজের ৬.৮৬ শতাংশ এবং এমারেল্ড অয়েলের ৬.৮৫ শতাংশ দর কমেছে।

 

Share
নিউজটি ৪১৫ বার পড়া হয়েছে ।
Tagged