দুই ফান্ডের খসড়া প্রসপেক্টাস অনুমোদন

ডিএসইর দর পতনের শীর্ষে প্রাইম ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড

সময়: মঙ্গলবার, জানুয়ারি ২, ২০২৪ ৩:৪৫:৫৬ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক: আজ ০২ জানুয়ারি ডিএসইর (ঢাকা স্টক এক্সচেঞ্জ) দর পতনের শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

এদিন শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে প্রাইম ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের। এর মাধ্যমে ফান্ডটি ডিএসইর দর পতনের তালিকার শীর্ষে উঠে আসে।

এদিন ফান্ডটির ইউনিটদর আগের কর্মদিবসের তুলনায় ১ টাকা বা ৯.৯০ শতাংশ কমে দাঁড়িয়েছে ৯ টাকা ১০ পয়সায়। যার ফলে ডিএসইর দর পতনের শীর্ষ তালিকায় প্রথম স্থান নিয়েছে ফান্ডটি।

দর পতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা আইসিবি সোনালী মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট দর ৯০ পয়সা বা ৯.৮৯ শতাংশ কমে দাঁড়িয়েছে ৮ টাকা ২০ পয়সায়।

আর তৃতীয় স্থানে অবস্থান করা গোল্ডেন জুবিলি মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট দর ১ টাকা ৬০ পয়সা বা ৯.৮৭ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৪ টাকা ৬০ পয়সায়।

এদিন ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে- এনসিসি ব্যাংক ফার্স্ট মিউচুয়্যাল ফান্ডের ৯.৬৩ শতাংশ, আইসিবি ৩য় এনআরবি ম্চি্যুয়াল ফান্ডের ৯.৫৮ শতাংশ, বিডি থাই অ্যালুমিনিয়ামের ৯.৪৭ শতাংশ, সিএপিএমআইবিবিএল মিউচ্যুয়াল ফান্ডের ৯.৩৫ শতাংশ, আইসিবি এমপ্লয়িজ ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৯.৩০ শতাংশ, এশিয়ান টাইগার সন্ধানী লাইফ গ্রোথ ফান্ডের ৯.২৫ শতাংশ এবং অলিম্পিক এক্সেসরিজের ৮.৯৮ শতাংশ দর কমেছে।

 

 

Share
নিউজটি ৭৯ বার পড়া হয়েছে ।
Tagged