ডিএসইর দর পতনের শীর্ষে শ্যামপুর সুগার

সময়: রবিবার, ফেব্রুয়ারি ১১, ২০২৪ ৪:২৪:১৯ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক: আজ ১১ ফেব্রুয়ারি ডিএসইর দর পতনের শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

এদিন শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে শ্যামপুর সুগারের। এর মাধ্যমে প্রতিষ্ঠানটি ডিএসইর দর পতনের তালিকার শীর্ষে উঠে আসে।

এদিন প্রতিষ্ঠানটির শেয়ার দর আগের কর্মদিবসের তুলনায় কমেছে ২২ টাকা ১০ পয়সা বা ৮.৭৪ শতাংশ। যার ফলে ডিএসইর দর পতনের তালিকায় প্রথম স্থান নিয়েছে প্রতিষ্ঠানটি।

আজ কোম্পানিটির প্রতিটি শেয়ার সর্বশেষ ২৩০ টাকা ৫০ পয়সায় লেনদেন হয়েছে।

দর পতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ইনটেক অনলাইনের শেয়ার দর কমেছে ২ টাকা ২০ পয়সা বা ৫.৬১ শতাংশ। আজ কোম্পানিটির প্রতিটি শেয়ার সর্বশেষ ৩৭ টাকায় লেনদেন হয়েছে।

আর ৩ টাকা ৬০ পয়সা বা ৫.৫২ শতাংশ দর পতন নিয়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে অলিম্পিক এক্সেসরিজ। এদিন কোম্পানিটির প্রতিটি শেয়ার সর্বশেষ ৬১ টাকা ৬০ পয়সায় লেনদেন হয়েছে।

এদিন ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- রেনেটার ৫.৪০ শতাংশ, সেন্ট্রাল ফার্মার ৫.৪০ শতাংশ, অলিম্পিক এক্সেসরিজের ৫.১৮ শতাংশ, এক্সপ্রেস ইন্স্যুরেন্সের ৪.৯৭ শতাংশ, ন্যাশনাল ফিড মিলের ৪.৭৬ শতাংশ, রেনউইক যজ্ঞেশ্বরের ৪.৫৯ শতাংশ এবং আরএসআরএম স্টিলের ৪.৫২ শতাংশ দর কমেছে।

 

 

Share
নিউজটি ৫২ বার পড়া হয়েছে ।
Tagged