ডিএসইর লেনদেনে শীর্ষে ওরিয়ন ইনফিউশন

সময়: রবিবার, জানুয়ারি ২৮, ২০২৪ ৩:৪৩:৪৭ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক: আজ ২৮ জানুয়ারি ডিএসইর (ঢাকা স্টক এক্সচেঞ্জ) লেনদেনে শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

এদিন ডিএসইতে টাকার অংকে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে ওরিয়ন ইনফিউশনের। আজ ডিএসইতে কোম্পানিটির ৩২ কোটি ৫২ লাখ ৬০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর মাধ্যমে কোম্পানিটি লেনদেন তালিকার শীর্ষে উঠে এসেছে।

লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে অবস্থান করা বিডি থাই অ্যালুমিনিয়ামের শেয়ার লেনদেন হয়েছে ২৯ কোটি ৬ লাখ ২৬ হাজার টাকার।

২৬ কোটি ২ লাখ ১৭ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে খান ব্রাদার্স।

লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- রূপালী লাইফ ইন্স্যুরেন্সের ২৪ কোটি ৫৪ লাখ ৯১ হাজার টাকা, খুলনা প্রিন্টিংয়ের ২৩ কোটি ৮০ লাখ ৩২ হাজার টাকা, কর্ণফুলী ইন্স্যুরেন্সের ২২ কোটি ৮৫ লাখ ৩৪ হাজার টাকা, ফু-ওয়াং ফুডের ২২ কোটি ৩৪ লাখ ৮৮ হাজার টাকা, ক্রিস্টাল ইন্স্যুরেন্সের ১৯ কোটি ৪৮ লাখ ৮ হাজার টাকা, সেন্ট্রাল ফার্মার ১৬ কোটি ৫২ লাখ ৪৫ হাজার টাকা এবং কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের ১৫ কোটি ৫০ লাখ ৩৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

 

 

Share
নিউজটি ৮২ বার পড়া হয়েছে ।
Tagged