ডিএসই এবং সিএসই’র এমডি নিয়োগ প্রস্তাব অনুমোদন

সময়: বুধবার, জানুয়ারি ২২, ২০২০ ৬:৫৭:৪৮ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : উভয় স্টক এক্সচেঞ্জের ব্যবস্থাপনা পরিচালকের শুণ্যপদ পূরণে দুই ব্যক্তিকে নিয়োগের প্রস্তাব অনুমোদন করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এক্ষেত্রে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্যবস্থাপনা পরিচালক হিসেবে কাজী সানাউল হক এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করবেন মামুন-উর-রশিদ। আজ অনুষ্ঠিত বিএসইসির ৭১৫তম সভায় উভয় স্টক এক্সচেঞ্জের এমডি নিয়োগের বিষয়টি অনুমোদিত হয়। বিএসইসি’র নির্বাহী পরিচালক মো: আনোয়ারুল ইসলাম স্বাক্ষরিত এ সংক্রান্ত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
উল্লেখ্য, ব্যবস্থাপনা থেকে মালিকানা পৃথক করতে ডিমিউচ্যুয়ালাইজেশন স্কিমের পর দ্বিতীয় ব্যবস্থাপনা পরিচালক হিসেবে ২০১৬ সালের ২৯ জুন নিয়োগ পান কে এ এম মাজেদুর রহমান। তার মেয়াদ শেষ হয়েছে গত ১১ জুলাই। এরপর থেকেই পদটি খালি পড়ে থাকে। দীর্ঘদিন ধরে দেশের উভয় স্টক এক্সচেঞ্জে এমডি নিয়োগের বিষয়টি ঝুলে ছিল। স্টক এক্সচেঞ্জ থেকে প্রস্তাব দেওয়া হলেও যোগ্য প্রার্থীর অভাবে কমিশন সেসব প্রস্তাবে সাড়া দেয়নি। বিষয়টি নিয়ে পুঁজিবাজারে বেশ বিতর্ক তৈরি হয়। অবশেষে ৭ মাস পর আজ কমিশনের পক্ষ থেকে ডিএসই’র এমডি হিসেবে সানাউল হকের নিয়োগের প্রস্তাবটি কমিশন অনুমোদন করেছে।

দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/এসএ/খান

Share
নিউজটি ৪৯৬ বার পড়া হয়েছে ।
Tagged