ডিএসই থেকে সরকারের রাজস্ব আদায় বেড়েছে

সময়: রবিবার, অক্টোবর ৪, ২০২০ ১১:৫৫:১৮ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক :  এক মাসের ব্যবধানে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে সরকারের রাজস্ব আদায় বেড়েছে ২ কোটি ৮৭ লাখ টাকা বা ১২ শতাংশ। সেপ্টেম্বর মাসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রাজস্ব আদায় হয়েছে ২৭ কোটি ৪৯ লাখ টাকা। এর আগের মাসে যার পরিমাণ আগস্ট মাসে ছিল ২৪ কোটি ৬২ লাখ টাকা।
ডিএসইর তথ্যমতে, সেপ্টেম্বর মাসে ডিএসইতে কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন থেকে ২২ কোটি ২৬ লাখ টাকার রাজস্ব আদায় হয়েছে। আর উদ্যোক্তা পরিচালক বা প্লেসমেন্ট শেয়ার বিক্রয় থেকে আদায় হয়েছে ৫ কোটি ২৩ লাখ টাকা। এ হিসাবে সেপ্টেম্বর মাসে মোট রাজস্ব আদায় হয়েছে ২৭ কোটি ৪৯ লাখ টাকা।
অন্যদিকে, আগের মাসে অর্থাৎ আগস্টে শেয়ার ও ইউনিট লেনদেন থেকে ১৮ কোটি ৬২ লাখ টাকা রাজস্ব আদায় হয়। আর উদ্যোক্তা পরিচালক বা প্লেসমেন্ট শেয়ার বিক্রয় থেকে আদায় হয় ৬ কোটি টাকা। এ হিসাবে আগস্ট মাসে মোট রাজস্ব আদায় হয় ২৪ কোটি ৬২ লাখ টাকা।

দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/এসএ/খান

Share
নিউজটি ৩৩২ বার পড়া হয়েছে ।
Tagged