ঢাকা ইন্স্যুরেন্স কোম্পানিকে শোকজ

সময়: মঙ্গলবার, জানুয়ারি ২৪, ২০২৩ ২:২৫:১৪ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত ঢাকা ইন্স্যুরেন্স কোম্পানিকে শোকজ করেছে দেশের প্রধান শেয়ারবাজার বলে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই)। অস্বাভাবিক হারে দর বাড়ার কারণে কোম্পানিটিকে শোকজ করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, বেশ কিছু দিন ধরে কোম্পানিটির শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ার কারণে কোম্পানি কর্তৃপক্ষের কাছে একটি তদন্ত নোটিশ পাঠিয়েছে ডিএসই। এর প্রেক্ষিতে কোম্পানির পক্ষ থেকে সম্প্রতি জানানো হয়েছে, অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই তাদের শেয়ার দর এভাবে বাড়ছে।

বাজার পর্যবেক্ষনে দেখা যায়, প্রগতি লাইফের শেয়ার দর গত ১২ জানুয়ারি ছিল ৪৩ টাকা ৯০ পয়সা। যা ২২ জানুয়ারি লেনদেন শেষে দাঁড়িয়েছে ৫৭ টাকা ২০ পয়সায়। অর্থাৎ গত ৬ কার্যদিবসে শেয়ারটির দর বেড়েছে ১৪ টাকা বা ৩১.৮৯ শতাংশ।

Share
নিউজটি ১৩৫ বার পড়া হয়েছে ।
Tagged