তালিকাভুক্ত কোম্পানির করের হার কমানোর প্রস্তাব

সময়: বৃহস্পতিবার, জুন ৩, ২০২১ ৫:৩০:৫৫ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : ২০২১-২২ অর্থবছরের জন্য ঘোষিত বাজেটে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানির (কিছু ব্যতিক্রম বাদে) করের (ঈড়ৎঢ়ড়ৎধঃব ঞধী) হার কমানোর প্রস্তাব করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (৩ জুন) জাতীয় সংসদে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল প্রস্তাবিত বাজেট উত্থাপন করেন।

ঘোষিত বাজেটে তালিকাভুক্ত কোম্পানির কর হার ২ দশমিক ৫ শতাংশ কমিয়ে ২৫ শতাংশ থেকে ২২ দশমিক ৫০ শতাংশ নির্ধারণের প্রস্তাব করা হয়েছে।

তবে আগামী অর্থবছরে অপরিবর্তিত থাকবে টেলিকম অপারেটর, সিগারেট প্রস্তুতকারক কোম্পানি এবং ব্যাংক, বীমা ও আর্থিক খাতের কোম্পানির (এনবিএফআই) কর হার।

বর্তমানে তালিকাভুক্ত টেলিকম খাতের কোম্পানিকে ৪০ শতাংশ হারে আয়কর দিতে হয়। আমী অর্থবছরেও এদেরকে একই হারে কর দিতে হবে।

সিগারেট প্রস্তুতকারক কোম্পানির বর্তমান করপোরেট করের হার ৪৫ শতাংশ। আগামী অর্থবছরেও এটি বহাল থাকবে।

বর্তমানে ব্যাংক, বীমা ও আর্থিক খাতের কোম্পানির (এনবিএফআই) কোম্পানিগুলোকে তাদের আয়ের উপর ৩৭ দশমিক ৫০ শতাংশ হারে কর দিতে হয়। আগামী অর্থবছরেও একই হারে কর দিতে হবে এসব কোম্পানিকে।

আয়করের হার কমলে সংশ্লিষ্ট কোম্পানিগুলোর নিট মুনাফার হার বাড়বে। তাতে বাড়বে লভ্যাংশ দেওয়ার সক্ষমতা। এছাড়া কোম্পানিগুলোর নতুন বিনিয়োগের সুযোগও বাড়বে।

দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/এসএ/খান

Share
নিউজটি ২৮৬ বার পড়া হয়েছে ।
Tagged