সূচক কমলেও বেড়েছে লেনদেন

দরপতন দিয়ে সপ্তাহ শুরু

সময়: রবিবার, অক্টোবর ২৩, ২০২২ ৩:৩০:০০ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক: আজ ২৩ অক্টোবর দরপতন দিয়ে সপ্তাহ শুরু হয়েছে দেশের শেয়ারবাজারে। এদিন সব সূচকের পাশাপাশি কমেছে টাকার অংকে লেনদেনের পরিমাণ। একই সঙ্গে কমেছে লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর।

বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৪৭.৯৮পয়েন্ট বা ০.৭৫ শতাংশ কমে দাঁড়িয়েছে ছয় হাজার ৩৪৪.৩১ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে ডিএসই-৩০ সূচক ১৫.৩৯ পয়েন্ট বা ০.৬৭ শতাংশ কমে দাঁড়িয়েছে দুই হাজার ২৬২.২৫ পয়েন্টে। তবে শরিয়াহ সূচক ৮.২০ বা ০.৫৮ শতাংশ কমে দাঁড়িয়েছে এক হাজার ৩৯৮.৮২ পয়েন্টে।

আগের কার্যদিবসে অর্থাৎ গত ২০ অক্টোবর, ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ২.১১ পয়েন্ট বা ০.০৩ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ছয় হাজার ৩৯২.২৯ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে ডিএসই-৩০ সূচক ৬.৬৪ পয়েন্ট বা ০.২৯ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে দুই হাজার ২৭৭.৬৫ পয়েন্টে। তবে শরিয়াহ সূচক ০.৫২ বা ০.০৩ শতাংশ কমে দাঁড়িয়েছে এক হাজার ৪০৭.০২ পয়েন্টে।

ডিএসইতে আজ ৩৫৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১৭টির বা ৪.৭৩ শতাংশের, শেয়ার দর কমেছে ১১৯টির বা ৩৩.১৫ শতাংশের এবং ২২৩টির বা ৬২.১২ শতাংশের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

আগের কার্যদিবসে অর্থাৎ গত ২০ অক্টোবর, ডিএসইতে ৬৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৬০টির বা ১৬.৫২ শতাংশের, শেয়ার দর কমেছে ৭৮টির বা ২১.৪৯ শতাংশের এবং ২২৫টির বা ৬১.৯৮ শতাংশের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত ছিল।

ডিএসইতে আজ ১১ কোটি ৪৭ লাখ ৫৩ হাজার ৩৫৩টি শেয়ার এক লাখ ৩৮ হাজার ২৫৫বার হাতবদল হয়, যার বাজারমূল্য ৭৮৮ কোটি ৪৬ লাখ টাকা ৭৭ হাজার ৬২২ টাকা ৪০ পযসা। যা আগের কার্যদিবস থেকে ১৮৭ কোটি ৫৬ লাখ টাকা কম।

আগের কার্যদিবসে অর্থাৎ গত ২০ অক্টোবর, ডিএসইতে ১৩ কোটি ২০ লাখ ৫৩ হাজার ৬০টি শেয়ার এক লাখ ৫৯ হাজার ১৪৩বার হাতবদল হয়, যার বাজারমূল্য ছিল ৯৭৫ কোটি ৬২ লাখ ৮৭ হাজার ২৩৮ টাকা ৯০ পয়সা।

আজ ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৭ লাখ ৬৭ হাজার ৬০৪ কোটি ৪৫ লাখ ৩১ হাজার ৫০০ টাকায়। আগের কার্যদিবসে অর্থাৎ গত ২০ অক্টোবর, বাজার মূলধন ছিল ৭ লাখ ৬৯ হাজার ৯০৭ কোটি ৫৭ লাখ ৬৬ হাজার ৫৫৯ টাকা ৮৮ পয়সা।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৮০.৬৩ পয়েন্ট বা ০.৪২ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ৭১৯.৬৭ পয়েন্টে। সিএসইতে আজ ২২৮টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ২২টির দর বেড়েছে, কমেছে ৭৫টির আর ১৩১টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ১৬ কোটি ৭৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

আগের কার্যদিবসে অর্থাৎ গত ২০ অক্টোবর, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ২০.৪৩ পয়েন্ট বা ০.১০ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ৮০০.৩১ পয়েন্টে। সিএসইতে ওইদিন ২০১টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৩৪টির দর বেড়েছে, কমেছে ৭৬টির আর ৯১টির দর অপরিবর্তিত রয়েছে। ওইদিন সিএসইতে যার বাজারমূল্য ২৬ কোটি ২৯ লাখ টাকার লেনদেন হয়েছে।

 

Share
নিউজটি ১৬৬ বার পড়া হয়েছে ।
Tagged