দর বাড়ার কারণ নেই এসইএমএল এফবিএলএসএল ফান্ডের

সময়: সোমবার, জুলাই ১৫, ২০১৯ ১২:২৪:২৭ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত মিউচ্যুয়াল ফান্ড খাতের এসইএমএল এফবিএলএসএল গ্রোথ ফান্ডের ইউনিট দর বাড়ার পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই। অস্বাভাবিক ভাবে দর বাড়ার কারণে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) নোটিশের জবাবে কোম্পানির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ওয়েবসাইট সুত্র অনুযায়ী, ৩ জুলাই ফান্ডটির ইউনিট দর ছিল ১০ টাকা। আর ১১ জুলাই ফান্ডটির ইউনিট দর এসে দাঁড়ায় ১৭ টাকা ৬০ পয়সায়। অর্থাৎ এ ৬ কার্যদিবসে ফান্ডটির ইউনিট দর ৭ টাকা ৬০ পয়সা বেড়েছে। গতকাল সোমবার এ ইউনিটের দর এসে দাঁড়ায় ২১ টাকা ২০ পয়সায়।
ফান্ডটির ইউনিট দর এভাবে বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই। এর কারণ জানাতে কোম্পানিটিকে নোটিশ দিয়েছে ডিএসই কর্তৃপক্ষ। কিন্তু কোম্পানিটির পক্ষ থেকে গত ১৪ জুলাই ডিএসইকে জানানো হয়েছে, ইউনিট দর এভাবে বাড়ার জন্য তাদের কাছে অপ্রকাশিত কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই।

দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/এসএ/খান

Share
নিউজটি ৩০৫ বার পড়া হয়েছে ।
Tagged