শান্তা ফার্স্ট ইনকাম ইউনিট ফান্ডের লভ্যাংশ ঘোষণা

সময়: সোমবার, জুলাই ১৫, ২০১৯ ১২:২৭:৪৩ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক: ২০১৮-১৯ অর্থিকবছরে শান্তা ফার্স্ট ইনকাম ইউনিট ফান্ড ইউনিটহোল্ডারদের জন্য ৮ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। ট্রাস্টি সূত্রে এ তথ্য জানা যায়।
সূত্র মতে, গতকাল ফান্ডের ট্রাস্টি কমিটির সভায় ২০১৮-১৯ অর্থবছরের সমাপ্ত ৩০ জুন পর্যন্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ লভ্যাংশ দেয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এ সময় ফান্ডটির ইউনিটপ্রতি আয় (ইপিইউ) হয় ৮৯ পয়সা। ফান্ডটির ইউনিটপ্রতি সম্পদমূল্যেও (এনএভিপিইউ) ফান্ডটির এনএভি বেড়েছে ১২ শতাংশ।
উল্লেখ্য শুরু থেকে ৩০ জুন ২০১৯ পর্যন্ত ফান্ডটির এনএভি বেড়েছে ১৯ দশমিক ৪ শতাংশ। ২০১৮ সালের ১৪ ফেব্রুয়ারি ফান্ডটির সাবস্ক্রিপশন শুরু হয়।

দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/এসএ/খান

Share
নিউজটি ৩২২ বার পড়া হয়েছে ।
Tagged