সূচক কমলেও বেড়েছে লেনদেন

দুইদিনের পতনেও আতঙ্কহীন বিনিয়োগকারীরা, ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা বাজারে

সময়: বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৮, ২০২৫ ৫:১৭:১৩ অপরাহ্ণ

শেয়ারবাজারে টানা দুইদিনের দরপতনের পরও আতঙ্কহীনভাবে ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা করছেন বিনিয়োগকারীরা। আজ বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সপ্তাহের শেষ কর্মদিবসে সূচকের পাশাপাশি টাকার অংকে লেনদেন কমেছে। একই সঙ্গে লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের দরও কমেছে। তবে বিনিয়োগকারীরা বাজারের আগের অভিজ্ঞতা থেকে শেয়ার বিক্রি না করে ধরে রেখেছেন, যার প্রভাব লেনদেনের পরিমাণে পড়েছে।

বাজার পর্যবেক্ষণে দেখা যায়, ডিএসইতে সূচকের উত্থানে দিনের লেনদেন শুরু হলেও দুপুর ১টার পর থেকে সূচক ধারাবাহিকভাবে কমতে থাকে। এর ফলে দিনের শেষে পতন দিয়েই লেনদেন শেষ হয়।

সূচকের অবস্থান
আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৪২.৪১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫,৪৪৯.৯২ পয়েন্টে।
অন্যান্য সূচকের মধ্যে—

  • ডিএসইএস ১৩.১০ পয়েন্ট কমে ১,১৭৮.১৯ পয়েন্টে

  • ডিএসই-৩০ সূচক ১৯.৯৮ পয়েন্ট কমে ২,১০৭.১৩ পয়েন্টে অবস্থান করছে

লেনদেনের অবস্থা
ডিএসইতে আজ মোট ৩৯৭টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে—

  • ৪৪টির দর বেড়েছে

  • ৩০৩টির দর কমেছে

  • ৫০টির দর অপরিবর্তিত রয়েছে

আজ ডিএসইতে মোট ৬৫৪ কোটি ৭২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের কর্মদিবসে লেনদেন হয়েছিল ৭৩৭ কোটি ৫৭ লাখ টাকার। অর্থাৎ লেনদেন আগের দিনের তুলনায় প্রায় ৮২ কোটি ৮৫ লাখ টাকা কমেছে।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)
অপর শেয়ারবাজার সিএসইতেও একই চিত্র দেখা গেছে। আজ সেখানে সূচকের পাশাপাশি টাকার অংকে লেনদেন কমেছে। লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারদরও হ্রাস পেয়েছে।

সিএসইতে আজ ১২ কোটি ৫১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগেরদিন লেনদেন হয়েছিল ২২ কোটি ৪ লাখ টাকার, অর্থাৎ একদিনে লেনদেন প্রায় অর্ধেক কমেছে।

এদিন সিএসইতে লেনদেন হওয়া ২০৭টি প্রতিষ্ঠানের মধ্যে—

  • ৪৮টির দর বেড়েছে

  • ১২৭টির দর কমেছে

  • ৩২টির দর অপরিবর্তিত রয়েছে

সার্বিকভাবে সিএসইর সূচক সিএএসপিআই ৭৮.১৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৫,৪১৫.৯৭ পয়েন্টে। আগেরদিন সূচক ১৮.১৬ পয়েন্ট কমেছিল।

 

Share
নিউজটি ১৩৬ বার পড়া হয়েছে ।
Tagged