দুই কোম্পানিকে ডিএসইর শোকজ

সময়: বৃহস্পতিবার, আগস্ট ৪, ২০২২ ২:৫৩:১১ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানির শেয়ারদর অস্বাভাবিকভাবে বাড়ায় কারণে শোকজ করেছে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। কোম্পানি ২টি হলো ওরিয়ন ইনফিউশন এবং বিআইএফসি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায় কোম্পানি ২টির শেয়ারদর অস্বাভাবিকভাবে বাড়ার কারণে নোটিস পাঠায় ডিএসই। এর জবাবে কোম্পানি ২টি ০৩ আগস্ট জানায়, কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই এর শেয়ারদর বাড়ছে।

বাজার দর বিশ্লেষণে দেখা যায়, গত ০৫ জুলাই ওরিয়ন ইনফিউশন শেয়ার দর ছিল ৯৩ টাকা ৪০ পয়সা। ০৩ আগস্ট কোম্পানিটির শেয়ার দর ১২৫ টাকা ৫০ পয়সায় উন্নীত হয়। গত এক মাসে কোম্পানিটির দর বেড়েছে ৩৪.৩৬ শতাংশ।

গত ০৫ জুলাই বিআইএফসির শেয়ার দর ছিল ৬ টাকা ৪০ পয়সা। ০৩ আগস্ট কোম্পানিটির শেয়ার দর ১২ টাকা ৪০ পয়সায় উন্নীত হয়। গত এক মাসে কোম্পানিটির দর বেড়েছে ৯৩.৭৫ শতাংশ।

এই দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই কর্তৃপক্ষ।

 

Share
নিউজটি ২০২ বার পড়া হয়েছে ।
Tagged