দুই কোম্পানির আর্থিক প্রতিবেদন প্রকাশ

সময়: বৃহস্পতিবার, মার্চ ২৭, ২০২৫ ১১:৫০:৩৩ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানির ৩১ ডিসেম্বর, ২০২৪ সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। কোম্পানি দুটি হলো- ম্যাকসন্স স্পিনিং এবং বিডি সার্ভিস। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর’২৪) ম্যাকসন্স স্পিনিংয়ের
শেয়ার প্রতি লোকসান হয়েছে ১ টাকা ৭৭ পয়সা । আগের অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি লোকসান ছিল ৮৬ পয়সা।

অর্থবছরের প্রথম দুই প্রান্তিকে বা ৬ মাসে (জুলাইুডিসেম্বর’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৩ টাকা ৪৯ পয়সা। গত বছরের একই সময়ে লোকসান ছিল ১ টাকা ৯২ পয়সা।

আলোচ্য সময়ে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ৮ টাকা ৮১ পয়সা।

এদিকে, দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর’২৪) বিডি সার্ভিসের শেয়ার প্রতি লোকসান হয়েছে ১ টাকা ৮৫ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি লোকসান ছিল ১ টাকা ৭২ পয়সা।

অর্থবছরের প্রথম দুই প্রান্তিকে বা ৬ মাসে (জুলাইুডিসেম্বর’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৫ টাকা ২০ পয়সা। গত বছরের একই সময়ে লোকসান ছিল ২ টাকা ৭৪ পয়সা।

আলোচ্য সময়ে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ঋণাত্মক ২২৩ টাকা ০৬ পয়সা।

 

Share
নিউজটি ২৬৩ বার পড়া হয়েছে ।
Tagged