ব্লক মার্কেটে ৫০ কোটি টাকার লেনদেন

সময়: বৃহস্পতিবার, এপ্রিল ৭, ২০২২ ৩:২৩:৩৪ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক:

আজ বৃহস্পতিবার সপ্তাহের শেষ কার্যদিবসেও ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্লক মার্কেটে ৩১টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির ৫০ কোটি টাকার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর ১ কোটি ৬২ লাখ ১৭ হাজার ৩৪১টি শেয়ার ৬৮বার হাত বদলের মাধ্যমে ৫০ কোটি ২৯ লাখ ৯৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

আজ ডিএসই ব্লকে সর্বোচ্চ লেনদেন হয়েছে প্রিমিয়ার ব্যাংকের। ব্যাংকটির ২০ কোটি ১৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় সর্বোচ্চ ফরচুন সুজের ৬ কোটি ৭৭ লাখ ৩৪ হাজার টাকা এবং তৃতীয় সর্বোচ্চ ইস্টার্ন ব্যাংকের ৩ কোটি ৬২ লাখ ৯০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এছাড়া, আলহাজ টেক্সটাইলের ৭ লাখ ৩৬ হাজার টাকা, অলটেক্স ইন্ডাস্ট্রিজের ৫৬ লাখ ৪০ হাজার টাকা, আমান ফিডের ২৬ লাখ ৯০ হাজার টাকা, আনোয়ার গ্যালভানাইজিংয়ের ৩৯ লাখ টাকা, ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর ২ কোটি ৫০ লাখ ৫৬ হাজার টাকা, বিডিকম অনলাইনের ৭ লাখ ৪৮ হাজার টাকা, বাংলাদেশ শিপিংয়ের ১১ লাখ ৭৯ হাজার টাকা, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের ৫৮ লাখ ৯০ হাজার টাকা, ফারইস্ট লাইফ ইন্স্যুরেন্সের ৪০ লাখ ৩০ হাজার টাকা, জেনেক্স ইনফোসিসের ৭৯ লাখ ২৪ হাজার টাকা, এইচআর টেক্সটাইলের ২৩ লাখ ১৪ হাজার টাকা, ইবনে সিনা ফার্মার ২ কোটি ৫০ লাখ ৭৫ হাজার টাকা, ইমাম বাটনের ৪৫ লাখ ২৮ হাজার টাকা, কাট্টালি টেক্সটাইলের ১১ লাখ ২৮ হাজার টাকা, মেরিকোর ১ কোটি ৯৩ লাখ ২৮ হাজার টাকা, মোজাফফর হোসেন স্পিনিংয়ের ১ কোটি ৪৫ লাখ ৪৬ হাজার টাকা, নাহি অ্যালুমিনিয়ামের ৭৪ লাখ ৩০ হাজার টাকা, ওরিয়ন ফার্মার ২ কোটি ১৯ লাখ ৫৩ হাজার টাকা, পদ্মা লাইফ ইন্স্যুরেন্সের ২৬ লাখ টাকা, ফার্মা এইডসের ১৬ লাখ ২৩ হাজার টাকা, প্রভাতী ইন্স্যুরেন্সের ১৪ লাখ ৮৬ হাজার টাকা, আরডি ফুডের ৬৮ লাখ ৩৩ হাজার টাকা, রবির ২৪ লাখ ২৯ হাজার টাকা, রুপালী লাইফ ইন্স্যুরেন্সের ২০ লাখ ৮৭ হাজার টাকা, সায়হাম টেক্সটাইলের ১ কোটি ৪৩ লাখ ৬৮ হাজার টাকা, সোনালী পেপারের ৩৯ লাখ ২৮ হাজার টাকা, এসএস স্টিলের ৩৫ লাখ ২০ হাজার টাকা এবং ভিএফএস থ্রেড ডাইংয়ের ৪৪ লাখ ১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Share
নিউজটি ২৪৬ বার পড়া হয়েছে ।
Tagged