দুই কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা

সময়: বুধবার, জুলাই ২, ২০২৫ ১:০০:০২ অপরাহ্ণ

শেয়ারবাজারে তালিকাভুক্ত ২ কোম্পানি ডিভিডেন্ড ঘোষণা করেচে। কোম্পানি ২টি হলো- মেঘান লাইফ ইন্স্যুরেন্স এবং বার্জার পেইন্টস। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এ তথ্য জানিয়েছে।

জানা যায়, বিমা খাতের কোম্পানি মেঘনা লাইফ ইন্স্যুরেন্স ৩১ ডিসেম্বর, ২০২৪ সমাপ্ত অর্থবছরের জন্য ১৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ১ টাকা ৬১ পয়সা।

৩১ ডিসেম্বর, ২০২৪ পর্যন্ত কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২২ টাকা ৯০ পয়সা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৮ আগস্ট বেলা ১১টায় ডিজিটিাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে। ডিভিডেন্ড পাওয়ার জন্য কোম্পানিটির রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২২ জুলাই।

অপরদিকে, বার্জার পেইন্টস ৩১ মার্চ, ২০২৫ সমাপ্ত অর্থবছরের জন্য ৫২৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এ তথ্য জানিয়েছে।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ৭২ টাকা ৬৬ পয়সা।

৩১ ডিসেম্বর, ২০২৪ পর্যন্ত কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৩৩ টাকা ৪২ পয়সা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৫ আগস্ট সকাল ১০টায় ডিজিটিাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে। ডিভিডেন্ড পাওয়ার জন্য কোম্পানিটির রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৪ জুলাই।

 

Share
নিউজটি ২০৯ বার পড়া হয়েছে ।
Tagged