নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানির শেয়ার ক্যাটাগরি পরিবর্তন করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। বারাকা পাওয়ার লিমিটেড ও জাহিন স্পিনিং লিমিটেডকে ‘বি’ ক্যাটাগরি থেকে ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তর করা হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র জানায়, ছয় মাসের বেশি সময় ধরে উৎপাদন বন্ধ থাকার কারণে কোম্পানিগুলোকে বিদ্যমান ‘বি’ ক্যাটাগরি থেকে অবনমিত করে ‘জেড’ ক্যাটাগরিতে পাঠানো হয়েছে। আগামী সোমবার (২২ সেপ্টেম্বর) থেকে নতুন এই ক্যাটাগরি কার্যকর হবে।
এদিকে, ক্যাটাগরি পরিবর্তনের প্রেক্ষিতে ডিএসই এক নির্দেশনায় জানিয়েছে, আগামী ৭ কার্যদিবসের মধ্যে সংশ্লিষ্ট দুই কোম্পানিকে কোনো ধরনের ঋণ সুবিধা দিতে পারবে না ব্রোকার হাউজ ও মার্চেন্ট ব্যাংকগুলো।
শেয়ারবাজার সংশ্লিষ্টরা বলছেন, ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তর বিনিয়োগকারীদের জন্য সতর্ক সংকেত। কারণ দীর্ঘ সময় উৎপাদন বন্ধ থাকা কোনো প্রতিষ্ঠানের আর্থিক সক্ষমতা নিয়ে প্রশ্ন তোলে।


