নিজস্ব প্রতিবেদক:শেয়ারবাজারে তালিকাভুক্ত ফরচুন সুজ লিমিটেডের শেয়ার লেনদেনের কারসাজিতে জড়িত ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) কয়েকজন কর্মচারীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে তদন্ত প্রতিবেদন পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
বুধবার (১০ সেপ্টেম্বর) অনুষ্ঠিত বিএসইসির ৯৭২তম কমিশন সভায় চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভা শেষে বিএসইসির পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালাম সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন।
দুদক ও অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হবে প্রতিবেদন
মো. আবুল কালাম জানান, ফরচুন সুজের শেয়ার লেনদেন কারসাজির সঙ্গে সংশ্লিষ্ট আইসিবির কর্মচারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে অনুসন্ধান ও তদন্ত প্রতিবেদন দুর্নীতি দমন কমিশন (দুদক) এবং অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগে পাঠানো হবে।
তিনি আরও জানান, এ ঘটনায় সরাসরি জড়িত থাকার অভিযোগে মো. আবুল খায়ের ও তার সহযোগীদের বিষয়ে ব্যবস্থা নিতে তদন্ত প্রতিবেদন দুদকে পাঠানো হবে। পাশাপাশি, সরকারি কর্মচারী হিসেবে আবুল খায়েরের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগকে অবহিত করা হবে।
সাসটেইনেবল বন্ড ইস্যুতে নতুন সিদ্ধান্ত
কমিশন সভায় আরও একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সাসটেইনেবল বন্ড তথা সোস্যাল বন্ড, অরেঞ্জ বন্ড, জেন্ডার বন্ড ও গ্রিন বন্ড ইস্যুর সুযোগ সৃষ্টির জন্য বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (ডেবিট সিকিউরিটিজ) রুলস ২০২১-এর সংশোধনী প্রস্তাব অনুমোদন করেছে বিএসইসি।
খসড়া সংশোধনী জনমত যাচাইয়ের জন্য শিগগিরই বিএসইসির ওয়েবসাইট ও পত্রিকায় প্রকাশ করা হবে।
ফান্ড অবলুপ্তি সংক্রান্ত সিদ্ধান্ত
এছাড়া সভায় জানানো হয়, এশিয়ান টাইগার সন্ধানী লাইফ গ্রোথ ফান্ডের মেয়াদ পূর্তিতে অবলুপ্তির জন্য সব পদক্ষেপ সম্পন্ন হয়েছে। বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড থেকে ট্রাস্টি পরিবর্তন করে কমিশন বিষয়টি নিশ্চিত করেছে। ফান্ডের অর্থ দ্রুত ইউনিটহোল্ডারদের পরিশোধের জন্য ট্রাস্টিকে নির্দেশনা দেওয়া হবে।


