দুয়ার সার্ভিসেস-এর আইপিও অনুমোদন

সময়: রবিবার, জুন ৯, ২০২৪ ৮:৩৭:০২ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক : দুয়ার সার্ভিসেস পিএলসিকে কোয়ালিফায়েড ইনভেস্টর অফারের (কিউআইও) মাধ্যমে শেয়ারবাজার থেকে অর্থ উত্তোলনের অনুমোদন দেয়া হয়েছে।

আজ রোববার (৯ জুন) নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত ৯১১তম কমিশন সভায় এই অনুমোদন দেয়া হয়।

বিএসইসি জানিয়েছে, এসএমই খাতে দীর্ঘমেয়াদি অর্থায়নের সুযোগ সৃষ্টির লক্ষ্যে দুয়ার সার্ভিসেস পিএলসি ৫ কোটি টাকা কিউআইও অনুমোদন দেয়া হয়েছে।

কোম্পানিটি কিউআইওর মাধ্যমে প্রতিটি ১০ টাকা মূল্যের ৫০ লাখ শেয়ার যোগ্য বিনিয়োগকারীদের কাছে ইস্যু করে ৫ কোটি টাকার মূলধন উত্তোলন করবে। উত্তোলিত অর্থ দিয়ে কোম্পানিটি পণ্যের উন্নয়ন ও ব্যবসা সম্প্রসারন, ক্লাউড কম্পিউটিং পরিবেশ স্থাপন, পণ্য অনুপ্রবেশ এবং উন্নয়ন সুবিধা সম্প্রসারণে ব্যবহার করবে।

৩০ জুন, ২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৪ টাকা ৮৬ পয়সা। ৩০ জুন, ২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) ছিল ১৭ টাকা ৮৫ পয়সা।

কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত রয়েছে আলফা ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড।

 

Share
নিউজটি ৩১২ বার পড়া হয়েছে ।
Tagged