দ্বিতীয় প্রান্তিকের ইপিএস প্রকাশ করল মেঘনা পেট্রোলিয়াম

সময়: মঙ্গলবার, জানুয়ারি ২৭, ২০২৬ ৯:১২:৫৬ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড ৩১ ডিসেম্বর ২০২৫ সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর’২৫–ডিসেম্বর’২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রকাশিত আর্থিক বিবরণী অনুযায়ী, চলতি অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (EPS) দাঁড়িয়েছে ১৪ টাকা ৩০ পয়সা। আগের বছরের একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ১৫ টাকা ৯ পয়সা।

এদিকে চলতি অর্থবছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে (জুলাই’২৫–ডিসেম্বর’২৫) মেঘনা পেট্রোলিয়ামের শেয়ার প্রতি আয় হয়েছে ২৮ টাকা ৫৯ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ২৭ টাকা ৮২ পয়সা।

আলোচ্য প্রান্তিক শেষে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশফ্লো দাঁড়িয়েছে ১১০ টাকা ২২ পয়সা। তুলনামূলকভাবে আগের বছরের একই সময়ে শেয়ার প্রতি ক্যাশফ্লো ছিল ১৫৮ টাকা ৭৮ পয়সা।

এছাড়া, ৩১ ডিসেম্বর ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (NAVPS) নির্ধারিত হয়েছে ২৮৭ টাকা ১০ পয়সা।

Share
নিউজটি ৩ বার পড়া হয়েছে ।
Tagged