ব্লক মার্কেট

ব্লক মার্কেটে ১০ কোম্পানির ১৯ কোটি টাকার লেনদেন

সময়: রবিবার, ডিসেম্বর ১৫, ২০১৯ ৬:৪০:৫১ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে আজ ১০ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলো হলো- ড্রাগন সোয়েটার লিমিটেড, কাট্টালি টেক্সটাইল মিলস লিমিটেড, লাফার্জহোলসিম সিমেন্ট মিলস লিমিটেড, মার্কেন্টাইল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, প্যারামাউন্ট টেক্সটাইল মিলস লিমিটেড, আরএসআরএম স্টিল মিলস লিমিটেড, সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ লিমিটেড, এসকে ট্রিমস অ্যান্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেড, এসএস স্টিল মিলস লিমিটেড এবং স্ট্যান্ডার্ড সিরামিক লিমিটেড ।
ব্লক মার্কেটে এসব কোম্পানির মোট ৪৫ লাখ ২৪ হাজার ৬০৪টি শেয়ার ৩৯ বার হাতবদল হয়েছে। যার মোট মূল্য ছিল ১৯ কোটি ৬২ লাখ ৭১ হাজার টাকা। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে মার্কেন্টাইল ইন্স্যুরেন্সের। ৫বার হাতবদল হয়ে মোট ৮ কোটি ২ লাখ ৬৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
দ্বিতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে লাফার্জ হোলসিম সিমেন্টের। ১বার হাতবদল হয়ে ৪ কোটি ৮০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
স্ট্যান্ডার্ড সিরামিকের তৃতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে। ২৫বার হাতবদল হয়ে ২ কোটি ৭১ লাখ ৭১ হাজার টাকার লেনদেন হয়েছে।
এছাড়া এছাড়া ড্রাগন সোয়েটার ১২ লাখ ২০ হাজার টাকা, কাট্টালি টেক্সটাইল ৬ লাখ ৫০ হাজার, প্যারামাউন্ট টেক্সটাইল ৭৪ লাখ ১৩ হাজার, আরএসআরএম স্টিল ২২ লাখ ৪০ হাজার, সিনোবাংলা ১২ লাখ ৬৩ হাজার, এসকে ট্রিমস ১ কোটি ২ লাখ এবং এসএস স্টিল ১ কোটি ৭৮ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে।

দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/রী

Share
নিউজটি ৩২৬ বার পড়া হয়েছে ।
Tagged