নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের শীর্ষ প্রতিষ্ঠান পূবালী ব্যাংক পিএলসি ২০২৫ সালের ৩০ সেপ্টেম্বর সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জুলাই–সেপ্টেম্বর) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
বুধবার (২৯ অক্টোবর) অনুষ্ঠিত ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় চলতি অর্থবছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনাশেষে তা অনুমোদন করা হয়।
প্রকাশিত তথ্যানুযায়ী, ২০২৫ সালের প্রথম নয় মাসে (জানুয়ারি–সেপ্টেম্বর) ব্যাংকটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ৭ টাকা, যা গত বছরের একই সময়ে (রিস্টেটেড) ছিল ৬ টাকা ৭৪ পয়সা। অর্থাৎ ব্যাংকটির ইপিএস বেড়েছে ২৬ পয়সা বা প্রায় ৩.৯ শতাংশ।
সমাপ্ত প্রান্তিকে ব্যাংকটির শেয়ারপ্রতি কার্যকর নগদ প্রবাহ (ক্যাশ ফ্লো) দাঁড়িয়েছে ৬৮ টাকা ৬৪ পয়সা, যা গত বছরের একই সময়ে ছিল ৩৫ টাকা ২০ পয়সা — অর্থাৎ ক্যাশ ফ্লো প্রায় দ্বিগুণ হয়েছে।
২০২৫ সালের ৩০ সেপ্টেম্বর শেষে পূবালী ব্যাংকের শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৫৮ টাকা ৯ পয়সা।
বাজার বিশ্লেষকদের মতে, শক্তিশালী আমানত ভিত্তি, ঋণ ব্যবস্থাপনা ও সুদ আয়ের ধারাবাহিক প্রবৃদ্ধির কারণে পূবালী ব্যাংক চলতি বছরে ভালো আর্থিক ফলাফল ধরে রাখতে সক্ষম হয়েছে, যা বিনিয়োগকারীদের জন্য ইতিবাচক সংকেত।


