নারীদের জন্য বিনিয়োগকারী সচেতনতামূলক কর্মশালা

সময়: বুধবার, নভেম্বর ১৫, ২০২৩ ৮:০৩:৪৮ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : বিনিয়োগের ক্ষেত্রে পুঁজি, মুনাফা এবং সিদ্ধান্ত গ্রহণের বিষয়গুলো হলো বিনিয়োগ শিক্ষার মূল বিষয়বস্তু৷ যাদের পুঁজিবাজার সম্পর্কে জ্ঞান রয়েছে তারা যেন বাজারে বিনিয়োগ অব্যহত রাখেন এবং বুঝে শুনে বিনিয়োগ করেন৷ নারীর ক্ষমতায়নে জেন্ডার ইক্যুয়ালিটি ও বিনিয়োগের উদ্দেশ্যে ঝুঁকি এবং লাভ নির্ণয় করে সঠিকভাবে বিনিয়োগ করে সিদ্ধান্ত নিতে পারে।

আজ (১৫ নভেম্বর) ডিএসই ট্রেনিং একাডেমিতে নারীদের জন্য বিনিয়োগকারী সচেতনতামূলক কর্মশালার সমাপনী দিনে ডিএসই’র ব্যবস্থাপনা পরিচালক ড. এটিএম তারিকুজ্জামান, সিপিএ এসব কথা বলেন৷

তার আগে প্রশিক্ষণ কর্মশালায় পুঁজিবাজার ও এর বর্তমান অবস্থা, প্রবৃদ্ধি, মৌলিক বিনিয়োগ কৌশল এবং বিনিয়োগ শিক্ষার মাধ্যমে নারী ক্ষমতায়ন ইত্যাদি বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন বিএসইসি’র পরিচালক ফারহানা ফারুকী এবং ডিএসই’র উপ-মহাব্যবস্থাপক সৈয়দ আল আমিন রহমান৷

 

Share
নিউজটি ৭০ বার পড়া হয়েছে ।
Tagged