নাহি অ্যালুমিনিয়ামের লভ্যাংশ ঘোষণা

সময়: বুধবার, অক্টোবর ৭, ২০২০ ৭:৩৮:১৬ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : গত ৩০ জুন ২০২০ তারিখে সমাপ্ত হিসাব বছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি নাহি অ্যালুমিনিয়ামের। কোম্পানিটি আলোচিত বছরের জন্য শেয়ার হোল্ডারদেরকে ১৫ শতাংশ লভ্যাংশ দেবে। যার মধ্যে ৮ শতাংশ নগদ লভ্যাংশ এবং ৭ শতাংশ বোনার লভ্যাংশ। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
আজ বুধবার (৭ অক্টোবর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় এ লভ্যাংশ ঘোষণা করা হয়।
সূত্র মতে, সর্বশেষ অর্থবছরে (২০১৯-২০২০) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) করেছে ২ টাকা ৪৭ পয়সা। এবং ৩০ জুন, ২০ শেষে শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৯ টাকা ০৯ পয়সা।
গত ২০১৯-২০ অর্থবছরে নাহি অ্যালুমিনিয়ামের বার্ষিক আয় হয়েছে ১৫ কোটি ৭৮ লাখ ৭৪ হাজার টাকা। যেখানে গত বছর বার্ষিক আয় হয়েছিল ২১ কোটি ৯৬ লাখ টাকা।

দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/এসএ/খান

Share
নিউজটি ৩৩৪ বার পড়া হয়েছে ।
Tagged