সূচক কমলেও বেড়েছে লেনদেন

পতনের ধারায় শেয়ারবাজার

সময়: সোমবার, ডিসেম্বর ২০, ২০২১ ৫:১৬:১৬ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : ধারাবাহিক দরপতনের কবলে দেশের শেয়ারবাজার। সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবারও (২০ ডিসেম্বর) ব্যাপক দরপতন হয়েছে শেয়ারবাজারে। এদিন শেয়ারবাজারের সব সূচকের পাশাপাশি কমেছে লেনদেন অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর। তবে টাকার পরিমাণে লেনদেন কিছুটা বেড়েছে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৪৬.৬৩ পয়েন্ট বা ০.৬৮ শতাংশ কমে ছয় হাজার ৭৩৬.৫৫ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে- শরিয়াহ সূচক ১০.৫৯ পয়েন্ট বা ০.৭৩ শতাংশ এবং ডিএসই-৩০ সূচক ১৯.০৪ পয়েন্ট বা ০.৭৪ শতাংশ কমে দাঁড়িয়েছে যথাক্রমে- এক হাজার ৪৩২.৬৫ পয়েন্ট এবং দুই হাজার ৫২৮.৬৬ পয়েন্টে।

ডিএসইতে আজ লেনদেনে অংশ নেয়া ৩৭৪টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ১০০টির বা ২৬.৭৪ শতাংশ, কমেছে ২৪১টির বা ৬৪.৪৪ শতাংশ এবং অপরিবর্তিত রয়েছে ৩৩টি বা ৬.৮২ শতাংশের।

ডিএসইতে আজ ১৮ কোটি ৪৭ লাখ ২৯ হাজার ৯৯০টি শেযার এক লাখ ৯৭ হাজার ৭৪বার হাতবদল হয়, যার বাজারমূল্য ৮০৭ কোটি ১৬ লাখ ৬৮ হাজার ৪৭০ টাকা ১০ পয়সা। যা আগের কার্যদিবস থেকে ২০ কোটি ৯৫ লাখ টাকা বেশি। আজ ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৫ লাখ ৪২ হাজার ৫২১ কোটি ১৯ লাখ ৭৫ হাজার ২৯৫ টাকা ৪৩ পয়সা।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ১৩২.২৪ পয়েন্ট বা ০.৬৭ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৯ হাজার ৬০৬.৫৯ পয়েন্টে। এদিন সিএসইতে লেনদেনে অংশ নেয়া ২৮৯টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ৬৬টি, কমেছে ১৮৮টি এবং অপরিবর্তিত রয়েছে ৩৫টির। আজ সিএসইতে ২ কোটি ৩ লাখ ৯৩ হাজার ৮৬টি শেয়ার ২৪ হাজার ৬৭৫বার হাতবদল হয়, যার বাজারমূল্য ৯১ কোটি ৬৯ লাখ ১৭ হাজার ৪৯১ টাকা ২০ পয়সা। এদিন সিএসইর বাজার মূলধন ছিল ৯৫ হাজার ৬৯৭ কোটি ৯৬ লাক ৪৮ হাজার ৮৭০ টাকা।

দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/এসএ/খান

Share
নিউজটি ২৩৪ বার পড়া হয়েছে ।
Tagged