সূচক কমলেও বেড়েছে লেনদেন

পতনের ধারায় শেয়ারবাজার

সময়: সোমবার, জুন ১৩, ২০২২ ৪:৩৪:১৮ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : আবারও পতনের ধারায় লেনদেন হয়েছে দেশের শেয়ারবাজারে। ২০২২-২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপনের পর প্রথম কার্যদিবসের মতো দ্বিতীয় কার্যদিবসের দরপতনে হতাশ বিনিয়োগকারীরা। আজ সূচক কমলেও টাকার অংকে লেনদেন বেড়েছে। তবে লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর কমেছে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৩৯.৪৭ পয়েন্ট বা ০.৬১ শতাংশ কমে দাঁড়িয়েছে ৬ হাজার ৩৯১.৯৯ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৮.২৪ পয়েন্ট বা ০.৫৮ শতাংশ এবং ডিএসই-৩০ সূচক ১৭.৬৭ পয়েন্ট বা ০.৭৫ শতাংশ কমে দাঁড়িয়েছে যথাক্রমে এক হাজার ৩৯৪.৮২ পয়েন্টে এবং দুই হাজার ৩১৬.৬৭ পয়েন্টে।

ডিএসইতে আজ টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৭৯৮ কোটি ১৯ লাখ টাকার। যা আগের কার্যদিবস থেকে ১৬১ কোটি ৭৯ লাখ টাকা বেশি। আগের কার্যদিবস লেনদেন হয়েছিল ৬৩৬ কোটি ৪০ লাখ টাকার।

ডিএসইতে আজ ৩৭৯ টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৮৪ টির বা ২২.১৬ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। দর কমেছে ২৫৩ টির বা ৬৬.৭৫ শতাংশের এবং ৪২ টির বা ১১.০৮ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ১০১.৭১ পয়েন্ট বা ০.৫৩ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ৭৮৯.৭৭ পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ২৯১ টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৬৯ টির, কমেছে ১৯০ টির এবং অপরিবর্তিত রয়েছে ৩২ টির দর। আজ সিএসইতে ৪৩ কোটি ৪২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

 

Share
নিউজটি ১৭৩ বার পড়া হয়েছে ।
Tagged