সূচক কমলেও বেড়েছে লেনদেন

পতন অব্যহত শেয়ারবাজারে

সময়: সোমবার, অক্টোবর ১৮, ২০২১ ৪:৫১:৫০ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : পতন যেন পিছু ছাড়ছেনা শেয়ারবাজারে। গত ৬ কার্যদিবস ধরেই ধারাবাহিকভাবে সূচক কমছে। এতে বাজার চিত্র নিয়ে হতাশ বিনিয়োগকারীরা। আজ সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবারও (১৮ অক্টোবর) ব্যাপক দরপতন হয়েছে শেয়ারবাজারে। এর ফলে বেশিরভাগ কোম্পানির দর কমার পাশাপাশি লেনদেনের পরিমাণ কমেছে।

বাজার পর্যবেক্ষণে দেখা যায়, আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৮৯.১৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৭ হাজার ৯৭.২৭ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ২১.১৪ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ২৬.৫৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে- এক হাজার ৫২৫.১৭ পয়েন্টে এবং দুই হাজার ৬৭৮.৫৫ পয়েন্টে।

ডিএসইতে আজ লেনদেনে অংশ নেয়া ৩৭৪টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ৩৩টির, কমেছে ৩২৪টির এবং অপরিবর্তিত রয়েছে ১৭টির।

ডিএসইতে এদিন ৩২ কোটি ৪৯ লাখ ৩৬ হাজার ১০৬টি শেয়ার ২ লাখ ১৯ হাজার ৬২৬বার হাতবদল হয়, যার বাজারমূল্য এক হাজার ৩৯৩ কোটি ৮৩ লাখ ৩৫ হাজার ৮৭৫ টাকা ৮০ পয়সা। যা আগের দিন থেকে ২৬১ কোটি ৫৪ লাখ টাকা কম। আজ ডিএসইর বাজার মূলধন ছিল ৫ লাখ ৭১ হাজার ৪১২ কোটি ৩৪ লাখ ১৫ হাজার ৩০২ টাকা ৭৫ পয়সা।

এদিকে, অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ২৭৩.৯২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২০ হাজার ৭৪৮.৬০ পয়েন্টে। সিএসইতে আজ লেনদেনে অংশ নেয়া ৩০৭টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ৪৫টির, কমেছে ২৫০টির এবং অপরিবর্তিত রয়েছে ১২টির। সিএসইতে এদিন এক কোটি ৮৯ লাখ ৯৩ হাজার ২৪টি শেয়ার ১৮ হাজার ৪২১বার হাতবদল হয়, যার বাজারমূল্য ৭৪ কোটি ৫৫ লাখ ২০ হাজার ৩৭৭ টাকা ৫০ পয়সা। এদিন সিএসইর বাজার মূলধন ছিল ৮৪ হাজার ৯৮৯ কোটি ৫৮ লাখ ৯৭ হাজার ৬৭০ টাকা।

দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/এসএ/খান

Share
নিউজটি ২৬৭ বার পড়া হয়েছে ।
Tagged