পুঁজিবাজারের সঙ্কট মোকাবেলায় আইসিবি’র পাশে সাবেক দুই এমডি

সময়: বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৫, ২০১৯ ১২:২৭:৫৯ অপরাহ্ণ


সাইফুল শুভ : পুঁজিবাজারের চলমান মন্দা অবস্থা কাটাতে নড়েচড়ে বসেছে ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি)। বাজারে যথাযথ ভূমিকা পালন করতে সদ্য নিয়োগপ্রাপ্ত আইসিবি’র ব্যবস্থাপনা পরিচালককে সার্বিক সহযোগিতা করছেন সাবেক ব্যবস্থাপনা পরিচালক ফায়েকুজ্জামান ও ইফতেখারুজ্জামান। তাদের নিয়ে একাধিক বৈঠক করেছেন নতুন ব্যবস্থাপনা পরিচালক ও আইসিবির শীর্ষ কর্মকর্তারা।

জানা গেছে, দীর্ঘদিন ধরে পুঁজিবাজারে আইসিবি’র ভূমিকা নিয়ে নানা মহলে সমালোচনা চলছে। ধারাবাহিক পতনের মধ্যেও সংস্থাটি তেমন কোনো দৃশ্যমান উন্নয়ন দেখাতে পারেনি। সরকার গেল মাসেও প্রায় ৯শ’ কোটি টাকার একটি বিরাট তহবিল দিয়েছে। কিন্তু তাতে বাজারে তেমন কোনো প্রভাব নেই। এর আগে ২০১০ সালের ধসের পর বাংলাদেশ তহবিল গঠন করেও কোনো সুফল দেখাতে পারেনি।

এদিকে গত মাসের শেষ দিকে আইসিবিতে নতুন ব্যবস্থাপনা পরিচালক হিসেবে কর্মসংস্থান ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোঃ আবুল হোসেনাকে নিয়োগ দেয়া হয়। আবুল হোসেন দায়িত্ব নেয়ার পরই চলতি সপ্তাহের প্রথম কার্যদিবসে সাবেক সব ব্যবস্থাপনা পরিচালকদের নিয়ে মতবিনিময় করেন।

জানা গেছে, ওই মতবিনিময় সভায় সাবেক এমডি ফায়েকুজ্জামান ও ইফতেখারুজ্জামানের সার্বক্ষণিক পরামর্শ নেয়ার কথা বলা হয়। তারা দু’জনই ২০১০ সালের ভয়াবহ ধস পরবর্তী সময়ে দায়িত্ব পালন করেছেন। এরই অংশ হিসেবে নতুন এমডি সাবেক এমডিকে নিয়ে গতকাল বুধবারও আইসিবি‘র সকল বিভাগীয় প্রধানদের নিয়ে রুদ্ধদ্বার বৈঠক করেছেন। ওই বৈঠকে সংশ্লিষ্ট সব কর্মকর্তাকে বাজারের চলমান সঙ্কট নিয়ে পরামর্শ দিয়েছেন তারা।

এদিকে গত রোববারের বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী নতুন ফান্ড গঠনের বিষয় নিয়েও আলোচনা হয়েছে। পাশাপাশি আইসিবি’র সাবসিডিয়ারি প্রতিষ্ঠানগুলোকে কিছু পরামর্শ দেয়া হয়েছে। বিশেষ করে আইসিবি অ্যাসেট ম্যানেজমেন্টকে নতুন কয়েকটি ইউনিট ফান্ড গঠনের ব্যাপারে পরামর্শ দেয়া হয়। চলমান বাজারের সঙ্কট কাটাতে তারল্য সহায়তা প্রয়োজন। লেনদেন যোগ্য বন্ড চালুর বিষয়ে আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্টকে দায়িত্ব দেয়া হয়।
জানা গেছে, নতুন ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ হওয়ার পর অর্থমন্ত্রী আইসিবি’র কার্যক্রমের বিস্তারিত জানতে চেয়েছেন। যে কোনো মূল্যে পুঁজিবাজারের উন্নয়নে আইসিবিকে ভূমিকা রাখতে হবে। পুঁজিবাজার নিয়ে মন্ত্রী সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

এ বিষয়ে আইসিবির চেয়ারম্যান প্রফেসর মুজিব উদ্দিন আহমেদ বলেন, নতুন এমডি চাইছেন যেন সবার পরামর্শ নিয়ে কাজ করতে পারেন। যেহেতু আইসিবি’র দিকে পুঁজিবাজারের সবার নজর। এ পরিস্থিতিতে আইসিবি যদি সবার পরামর্শ নিয়ে ভাল কিছু করতে পারে, তাহলে সবাই খুশি হবে। সরকারের পক্ষ থেকেও আইসিবির উপর প্রত্যাশা অনেক বেশি।

আইসিবি’র কার্যক্রমের মূল্যায়ন জানতে চাইলে পুঁজিবাজার বিশেষজ্ঞ অধ্যাপক আবু আহমেদ দৈনিক শেয়ারবাজার প্রতিদিনকে বলেন, এক সময় আইসিবি বাজারে অনেক সক্রিয় ছিল। বর্তমানে নিষ্ক্রিয় বলেই মনে হচ্ছে। কি কারণে এ অবস্থা হলো আমার জানা নেই। তবে তাদের তহবিল সঙ্কট রয়েছে বলে মনে হয়। সেটা আইসিবি’ই ভালো বলতে পারবে। আইসিবি’র ইতিবাচক ভূমিকা কাম্য।
দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/এসএ/খান

Share
নিউজটি ৩৪১ বার পড়া হয়েছে ।
Tagged