পুঁজিবাজারে লেনদেনের নতুন সময় নির্ধারণ

সময়: বুধবার, জুলাই ২৮, ২০২১ ১০:৫৩:২৮ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি কিছুটা কমাতে ব্যাংকের সাথে মিল রেখে পুঁজিবাজারে লেনদেনের সময় নির্ধারণ করা হয়েছে। আগামী সপ্তাহে ব্যাংক লেনদেনের উপর ভিত্তি করে পুঁজিবাজারে লেনদেন হবে ৩দিন। সংশ্লিষ্ট সূত্রে এই থ্য জানা গেছে।

জানা যায়, করোনাভাইরাস অতিমারি পরিস্থিতি মারাত্মক অবনতি হওয়ায় আগামী সপ্তাহে সাপ্তাহিক ছুটির বাইরেও রোববার ও বুধবার দু’দিন ব্যাংকে বন্ধ থাকবে। যে কারণে এই দু’দিন পুঁজিবাজারের লেনদেনও বন্ধ থাকবে। অর্থাৎ আগামী সপ্তাহে সোমবার (২ আগস্ট), মঙ্গলবার (৩ আগস্ট) ও বৃহস্পতিবার (৪ আগস্ট) লেনদেন হবে পুঁজিবাজারে।

পুঁজিবাজারে লেনদেন হবে সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত। সকাল পৌনে ১০টা থেকে ১০ টা পর্যন্ত প্রি-ওপেনিং সেশন এবং বেলা ২টা থেকে সোয়া ২টা পর্যন্ত পোস্ট-ক্লোজিং সেশন থাকবে।
দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/এসএ/খান

Share
নিউজটি ৩০৭ বার পড়া হয়েছে ।
Tagged