প্রগতী ইন্স্যুরেন্সের লেনদেন শুরু

সময়: মঙ্গলবার, মে ১০, ২০২২ ১২:৩২:৫০ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : ডিভিডেন্ড রেকর্ড ডেটের পর আগামীকাল শুরু হবে শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি প্রগতী ইন্স্যুরেন্সের শেয়ার লেনদেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, এ কোম্পানি ৩১ ডিসেম্বর, ২০২১ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য ৩৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

ঘোষিত ডিভিডেন্ড সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের সম্মতিতে অনুমোদনের জন্য আগামী ৬ জুন বেলা সাড়ে ১১টায় এ কোম্পানির ৩৬তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৫ টাকা ৭২ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিলো ৪ টাকা ০৭ পয়সা।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ৫৭ টাকা ৩২ পয়সায়। আগের বছর একই সময়ে যার পরিমাণ ছিলো ৫৩ টাকা ৫১ পয়সা।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো দাঁড়িয়েছে ১২ টাকা ৯ পয়সায়। আগের বছর একই সময়ে যার পরিমাণ ছিলো ৮ টাকা ৫৩ পয়সা।

 

Share
নিউজটি ১৮৭ বার পড়া হয়েছে ।
Tagged