প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্সের লভ্যাংশ ঘোষণা

সময়: মঙ্গলবার, ডিসেম্বর ৩, ২০১৯ ৩:৩৮:৩১ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক: ৩১ ডিসেম্বর ২০১৬, ২০১৭ ও ২০১৮ সমাপ্ত আর্থিক বছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
২০১৬ ও ২০১৭ সমাপ্ত আর্থিকবছরের জন্য কোম্পানিটি ‘নো’ ডিভিডেন্ড ঘোষণা করেছে। একই সময় কোম্পানিটি ২০১৮ সমাপ্ত আর্থিক বছরের জন্য ১২ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে। আগামী ২ ফেব্রুয়ারি ২০২০ সকাল ১১টায় ঢাকা লেডিস ক্লাবে কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। বিনিয়োগকারী নির্বাচনে রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ৮ জানুয়ারি।

কোম্পানিটির অনুমোদিত মূলধন ৭৫ কোটি টাকা এবং পরিশোধিত মূলধন ১৩ কোটি ৫০ লাখ ৯০ হাজার টাকা। মোট শেয়ার সংখ্যা ১ কোটি ৩৫ লাখ ৯ হাজার ৬৫টি। এর মধ্যে ৩১ অক্টোবর ২০১৯ পর্যন্ত পরিচালকদের হাতে রয়েছে ৫৭.৬২ শতাংশ শেয়ার, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে ২২.৩১ শতাংশ শেয়ার এবং ২০.০৭ শতাংশ শেয়ার রয়েছে সাধারণ বিনিয়োগকারীদের হাতে। কোম্পানিটি সর্বশেষ ২০১৫ সালে ৫ শতাংশ নগদ এবং ৫ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করে।

দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/রী

Share
নিউজটি ৪২১ বার পড়া হয়েছে ।
Tagged