সূচক কমলেও বেড়েছে লেনদেন

সূচক বাড়লেও লেনদেন কমেছে

সময়: শুক্রবার, মার্চ ২৪, ২০২৩ ১:৫৭:১৯ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : আজ ২৩ মার্চ সূচক বাড়লেও লেনদেন কমেছে দেশের প্রধন শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানিগুলোর শেয়ার দর পতনের চেয়ে উত্থান তিনগুন বেশি হয়েছে।

অপর শেয়ারবাজার চট্রগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের পাশাপাশি লেনদেন বেড়েছে।

এদিন সিএসইতে লেনদেন হওয়া কোম্পানিগুলোর শেয়ার দর পতনের চেয়ে উত্থান পাঁচগুন বেশি হয়েছে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৮.৬৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬২১৫.৩০ পয়েন্টে।

এছাড়া, ডিএসই-৩০ সূচক ২.৫৮ এবং ডিএসইএস সূচক ০.৭৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে- ২২১৮.০১৮ এবং ৬২১৫.৩০ পয়েন্টে।

গতকাল ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৬.২৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬২০৬.৬৩ পয়েন্টে।

এছাড়া, ডিএসই-৩০ সূচক ৫.১৮ পয়েন্ট এবং ডিএসইএস সূচক ৩.৩৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে- ২২১৫.৪৩ এবং ১৩৫২.৪৯ পয়েন্টে।

আজ ডিএসইতে লেনদেন হওয়া ৩০৫টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ৭৪টি, কমেছে ২৬টির এবং অপরিবর্তিত রয়েছে ২০৫টির।

এদিন ডিএসইতে ৪ কোটি ৩৫ লাখ ৩৬ হাজার ৯৬৬টি শেয়ার ৬৩ হাজার ৭৪১বার হাতবদল হয়েছিল।

যার বাজারমূল্য দাঁড়িয়েছে ৩৮৬ কোটি ৯৭ লাখ ৫৭ হাজার ২১২টাকার।

গতকাল ডিএসইতে ডিএসইতে ৪ কোটি ৬৯ লাখ ৩৮ হাজার ১২৩টি শেয়ার ৭৩ হাজার ৭৬৯বার হাতবদল হয়েছিল।

যার বাজারমূল্য ছিল ৩৪৯ কোটি ৬১ লাখ টাকার।

অপরদিকে, আজ সিএসইর প্রধান সূচক সিএএসপিআই ২৪.৭৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮৩৭৪.৪৭ পয়েন্টে।

এছাড়া সিএসই-৫০ সূচক ০.৪১, সিএসই-৩০ সূচক ১৪.২৪ পয়েন্ট, সিএসসিএক্স ২০.২১ এবং সিএসআই ১.৭৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে- ১৩২৩.২৯, ১৩৩৬৪.১, ১১০১৪.৪৯ পয়েন্ট এবং ১১৫৮.৪৮ পয়েন্টে।

আজ সিএসইতে লেনদেন হওয়া ১১৫টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ৪২টি, কমেছে ৮টি এবং অপরিবর্তিত রয়েছে ৬৫টির।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ১২ কোটি ১৫ লাখ টাকা শেয়ার। গতকাল বুধবার ৭ কোটি ৯৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

 

Share
নিউজটি ১১২ বার পড়া হয়েছে ।
Tagged