সাপ্তাহিক দর হারানো শীর্ষে ড্যাফোডিল

সময়: শনিবার, অক্টোবর ১৬, ২০২১ ৬:৪৮:২৪ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : বিদায়ী সপ্তাহে (১০-১৪ অক্টোবর) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ২৩১টির বা ৬১.১১ শতাংশের শেয়ার ও ইউনিট দর কমেছে। সপ্তাহটিতে ড্যাফোডিল কম্পিউটার্সের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের অনাগ্রহ ছিল সবচেয়ে বেশি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, আগের সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে ড্যাফোডিল কম্পিউটার্সের শেয়ারের ক্লোজিং দর ছিল ৭৫ টাকায়। আর বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ৬৫.৩০ টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর ৯.৭০ টাকা বা ১২.৯৩ শতাংশ কমেছে। এর মাধ্যমে ড্যাফোডিল কম্পিউটার্স ডিএসইর সাপ্তাহিক টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে আসে।

ডিএসইতে সাপ্তাহিক টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে ইউনিক হোটেলের ১১.৪৯ শতাংশ, এনভয় টেক্সটাইলের ১১.২৮ শতাংশ, এইচআর টেক্সটাইলের ১০.৬২ শতাংশ, সিলভা ফার্মার ১০.৫৮ শতাংশ, ফারইস্ট ফাইন্যান্সের ১০.২৬ শতাংশ, সেন্ট্রাল ফার্মার ৯.৬০ শতাংশ, একটিভ ফাইনের ৯.৩৫ শতাংশ, মতিন স্পিনিংয়ের ৯.৩৪ শতাংশ এবং সিলকো ফার্মার শেয়ার দর ৯.২৩ শতাংশ কমেছে।

দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/এসএ/খান

 

Share
নিউজটি ২৯৭ বার পড়া হয়েছে ।
Tagged