নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি পিএলসি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর ২০২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানিটির আয় ও নিট সম্পদমূল্য (NAV) উভয়ই বেড়েছে।
মঙ্গলবার (১১ নভেম্বর) কোম্পানির পরিচালনা পর্ষদের ৩৩৬তম সভায় অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদনের পর এ তথ্য প্রকাশ করা হয়।
প্রকাশিত প্রতিবেদনে দেখা যায়, কনসোলিডেটেড ভিত্তিতে প্রতি শেয়ারে আয় (EPS) হয়েছে ৭ টাকা ৮ পয়সা, যা গত বছরের একই সময়ে ছিল ২ টাকা ৭২ পয়সা। অর্থাৎ ইপিএস বেড়েছে প্রায় ১৬০ শতাংশেরও বেশি।
অন্যদিকে, স্ট্যান্ডঅ্যালোন ভিত্তিতে প্রতি শেয়ারে আয় (EPS) দাঁড়িয়েছে ৬ টাকা ৮৯ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ৪ টাকা ৫৫ পয়সা।
এ সময় কোম্পানির প্রতি শেয়ারের নিট সম্পদমূল্য (NAVPS) কনসোলিডেটেড ভিত্তিতে দাঁড়িয়েছে ১৩২ টাকা ৬৭ পয়সা, যা ৩০ জুন ২০২৫ তারিখে ছিল ১২৫ টাকা ৬৯ পয়সা। স্ট্যান্ডঅ্যালোন ভিত্তিতে এনএভিপিএস দাঁড়িয়েছে ১৩২ টাকা ৬৬ পয়সা, যা আগের প্রান্তিকে ছিল ১২৫ টাকা ৮৬ পয়সা।
তবে কোম্পানির নেট অপারেটিং ক্যাশ ফ্লো পার শেয়ার (NOCFPS) কনসোলিডেটেড ভিত্তিতে কমে ৫ টাকা ৪৬ পয়সা হয়েছে, যা আগের বছর ছিল ৯ টাকা ৭১ পয়সা। স্ট্যান্ডঅ্যালোন ভিত্তিতে NOCFPS দাঁড়িয়েছে ৫ টাকা ৩৮ পয়সা, যা আগের বছর একই সময়ে ছিল ৮ টাকা ৩০ পয়সা।
প্রতিবেদন অনুযায়ী, ইবনে সিনা ফার্মার সামগ্রিকভাবে আয়ের প্রবৃদ্ধি ইতিবাচক হলেও পরিচালন নগদ প্রবাহ কিছুটা কমেছে, যা উৎপাদন খরচ বৃদ্ধি ও ওয়ার্কিং ক্যাপিটাল চাপে থাকার কারণে হয়েছে বলে ধারণা করা হচ্ছে।


