নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত তথ্যপ্রযুক্তি খাতের প্রতিষ্ঠান আইটি কনসালটেন্টস পিএলসি চলতি অর্থবছরের প্রথম প্রান্তিক (জুলাই-সেপ্টেম্বর ২০২৫) শেষে অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রকাশিত প্রতিবেদনে দেখা যায়, আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) বেড়ে দাঁড়িয়েছে ৯২ পয়সা, যেখানে গত বছরের একই সময়ে ছিল ৮১ পয়সা। অর্থাৎ, বছরওয়ারি ভিত্তিতে ইপিএস বেড়েছে ১১ পয়সা।
২০২৫ সালের ৩০ সেপ্টেম্বর শেষে কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৪ টাকা ১৭ পয়সা, যা প্রতিষ্ঠানটির আর্থিক শক্তি ও স্থিতিশীলতা নির্দেশ করে।
? বিশ্লেষকদের মতে, প্রযুক্তি খাতে বৃদ্ধিপ্রবণ চাহিদা এবং কার্যকর পরিচালনার কারণে প্রথম প্রান্তিকে কোম্পানির মুনাফা বৃদ্ধি পেয়েছে।


