প্রধানমন্ত্রীর ত্রাণ ও সেবা তহবিলে ২ কোটি টাকা অনুূদান লঙ্কাবাংলা ফাইন্যান্সের

সময়: শনিবার, জুন ৬, ২০২০ ১১:০৯:৩৭ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাসের কারনে উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় প্রধানমন্ত্রীর ত্রাণ ও সেবা তহবিলে শেয়ারবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি লঙ্কাবাংলা ফাইন্যান্স ২ কোটি টাকা অনুূদান দিয়েছে।

লঙ্কাবাংলা ফাইন্যান্সের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট জনাব খুরশেদ আলম এবং সিএফও শামীম আল মামুন গত ৪ জুন,২০২০ এ লঙ্কাবাংলা ফাইন্যান্স লিমিটেডের পক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই চেক হস্তান্তর করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে চেকটি তাঁর মুখ্য সচিব ড.আহমদ কায়কাউস গ্রহন করেন।

প্রতিষ্ঠানটির এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশ ও জাতির এই কঠিন পরিস্থিতিতে লঙ্কাবাংলা তাদের ফাউন্ডেশনের মাধ্যমে এ এধরনের অবদান রেখে আসছে। করোনা পরিস্থিতিতে দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর প্রচেষ্টা হিসেবেই প্রধানমন্ত্রীর তহবিলে এই অনুূদান দেয়া।

দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/এসএ/খান

Share
নিউজটি ৪৮৪ বার পড়া হয়েছে ।
Tagged