ফেসভ্যালুর নিচে ৩৪ প্রতিষ্ঠানের শেয়ার

সময়: রবিবার, জুলাই ২১, ২০১৯ ৫:১৩:১৯ পূর্বাহ্ণ


নাজমুল ইসলাম ফারুক : দেশের পুঁজিবাজারে দীর্ঘদিন ধরেই মন্দা পরিস্থিতি বিরাজ করছে। মন্দা বাজারে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর কমেছে। এর মধ্যে ৩৪টি কোম্পানির শেয়ার দর অভিহিত (ফেসভ্যালু) মূল্যের নিচে অবস্থান করছে। এগুলোর মধ্যে রয়েছে ৬টি ব্যাংক ও ৮টি নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান রয়েছে। বাজার পরিস্থিতি উন্নতি না হলে এ তালিকায় আরও কোম্পানি যুক্ত হওয়ার আশঙ্কা রয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

বিশ্লেষকরা বলছেন, বাজারে বিভিন্ন ইস্যুতে দরপতন অব্যাহত রয়েছে। এর অন্যতম কারণ তারল্য সংকট। পাশাপাশি তালিকাভুক্ত একটি আর্থিক প্রতিষ্ঠানের অবসায়নের খবরে আতঙ্কে অধিকাংশ বিনিয়োগকারী এ খাতের ধারণ করা শেয়ার বিক্রি করে নিরাপদে চলে যাওয়ার চেষ্টা করছে, যা বাজারের দরপতন ত্বরান্বিত করেছে। অন্যদিকে, বিগত দিনে আইপিও’র মাধ্যমে যেসব কোম্পানির শেয়ার বাজারে এসেছে সেগুলো বেশিরভাগই দুর্বল মৌলভিত্তির। এসব খারাপ শেয়ারের প্রবাহ বেশি হওয়ায় বাজার স্থিতিশীলতার অন্তরায় হয়ে দাঁড়িয়ে। ফলে আস্থা হারাচ্ছেন বিনিয়োগকারীরা। এ পরিস্থিতিতে বেশির ভাগ কোম্পানির শেয়ার ফেসভ্যালুর নিচে লেনদেন হচ্ছে।

এ সম্পর্কে পুঁজিবাজার বিশ্লেষক অধ্যাপক আবু আহমেদ ‘শেয়ারবাজার প্রতিদিন’-কে বলেন, “আসলে বাজারে বিনিয়োগযোগ্য ভালো শেয়ার খুবই কম। আইপিও’র মাধ্যমে যেসব খারাপ শেয়ার বাজারে এসেছে, এগুলোর বেশিরভাগেরই দর ফেসভ্যালুর নিচে লেনদেন হচ্ছে। বাজারের এমন পরিস্থিতি অব্যাহত থাকলে আরও কোম্পানির দর ফেসভ্যালুর নিচে লেনদেন হওয়ার আশঙ্কা রয়েছে।”

ফেসভ্যালুর নিচে থাকা কোম্পানিগুলো মধ্যে আইএফআইসি ব্যাংকের শেয়ার সর্বশেষ ৯ টাকা ৮০ পয়সা, ফার্স্ট সিকিউরিটিজ ইসলামী ব্যাংকে শেয়ার সর্বশেষ ৯ টাকা ৭০ পয়সা, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজের শেয়ার সর্বশেষ ৯ টাকা ৭০ পয়সা, স্ট্যান্ডার্ড ব্যাংকের শেয়ার ৯ টাকা ৬০ পয়সা, আলিফ ম্যানুফ্যাকচারিং কোম্পানির শেয়ার ৯ টাকা ৫০ পয়সা, অলিম্পিক এক্সসোরিজের শেয়ার ৯ টাকা ৩০ পয়সা, এবি ব্যাংকের শেয়ার ৮ টাকা ৯০ পয়সা, জাহিন স্পিনিংয়ের শেয়ার ৮ টাকা ৮০ পয়সা, প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টের শেয়ার ৮ টাকা ৭০ পয়সা, ন্যাশনাল ব্যাংকের শেয়ার ৮ টাকা ৪০ পয়সা, জাহিনটেক্স ইন্ডাস্ট্রিজের শেয়ার ৭ টাকা ৯০ পয়সা, মেট্রো স্পিনিংয়ের শেয়ার ৭ টাকা ৮০ পয়সা, গোল্ডেন সনের শেয়ার ৭ টাকা ৬০ পয়সা, ইউনিয়ন ক্যাপিটালের শেয়ার ৭ টাকা ৬০ পয়সা, প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্সের শেয়ার ৭ টাকা ২০ পয়সা, ফাস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেনেটের শেয়ার ৭ টাকা, ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেসের শেয়ার ৬ টাকা ৯০ পয়সা, ম্যাকসন্স স্পিনিং মিলসের শেয়ার ৫ টাকা ৮০ পয়সা, অ্যাপোলো ইস্পাত কমপেক্সের শেয়ার ৫ টাকা ৪০ পয়সা, আরএন স্পিনিং মিলসের শেয়ার ৫ টাকা ৩০ পয়সা, ডেল্টা স্পিনার্সের শেয়ার ৫ টাকা ১০ পয়সা, জেনারেশন নেক্সট ফ্যাশনসের শেয়ার ৪ টাকা ৬০ পয়সা, বেক্সিমকো সিনথেটিক্সের শেয়ার ৪ টাকা ২০ পয়সা, ফার্স্ট ফাইন্যান্সের শেয়ার ৪ টাকা ১০ পয়সা, তাল্লু স্পিনিং মিলসের শেয়ার ৩ টাকা ৯০ পয়সা, আইসিবি ইসলামী ব্যাংকের শেয়ার ৩ টাকা ৮০ পয়সা, ঢাকা ডাইং অ্যান্ড ম্যানুফেকচারিং কোম্পানির শেয়ার ৩ টাকা ৫০ পয়সা, ফারইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেনেটর শেয়ার ৩ টাকা ৫০ পয়সা, কেয়া কসমেটিক্সের শেয়ার ৩ টাকা ৪০ পয়সা, ফ্যামিলিটেক্স (বিডি) লিমিটেডের শেয়ার ৩ টাকা ৪০ পয়সা, তুং হাই নিটিং অ্যান্ড ডাইং লিমিটেডের শেয়ার ৩ টাকা, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানির (বিআইএফসি) শেয়ার ২ টাকা ৯০ পয়সা, সি অ্যান্ড এ টেক্সটাইলের শেয়ার ২ টাকা ২০ পয়সা ও ইউনাইটেড এয়ারওয়েজের শেয়ার ১ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়েছে।

দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/এসএ/খান

Share
নিউজটি ৪৬৪ বার পড়া হয়েছে ।
Tagged