পিপলস লিজিংয়ের অবসায়ন : আর্থিক প্রতিষ্ঠান খাতে নেতিবাচক প্রভাব

সময়: রবিবার, জুলাই ২১, ২০১৯ ৫:০৬:১৩ পূর্বাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেসের অবসায়নের খবরে নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান খাতের তালিকাভুক্ত কোম্পানিগুলোর শেয়ারে নেতিবাচক প্রভাব পড়েছে। এর ধারাবাহিকতায় গেল সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দর কমার শীর্ষ তালিকায় খাতটির আধিপত্য লক্ষ্য করা গেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
গেল সপ্তাহে লেনদেন হওয়া ৩৫৪ কোম্পানির মধ্যে সবচেয়ে বেশি দর কমেছে বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানির। সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর কমেছে ৩৪ দশমিক শূন্য ৯ শতাংশ। এর মাধ্যমে কোম্পানিটি ডিএসইর সাপ্তাহিক লুজার বা দর কমার তালিকার শীর্ষে উঠে এসেছে।
ডিএসইতে টপ টেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে ফার্স্ট ফাইন্যান্সের ২৭ দশমিক ২৭ শতাংশ, ফারইস্ট ফাইন্যান্সের শেয়ার দর ২৩ দশমিক ৯১ শতাংশ, প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের ২১ দশমিক ৩২ শতাংশ, এমারেল্ড অয়েলের ২০ দশমিক ৭১ শতাংশ, আলহাজ টেক্সটাইল মিলসের ২০ দশমিক ৬৮ শতাংশ, ইউনিয়ন ক্যাপিটালের ২০ দশমিক ৬২ শতাংশ, ইন্টারন্যাশনাল লিজিংয়ের ২০ শতাংশ, ডেল্টা স্পিনার্সের ১৯ দশমিক ৬৭ শতাংশ ও মন্নু সিরামিকসের শেয়ার দর ১৮ দশমিক ৯৭ শতাংশ কমেছে।
প্রসঙ্গত, পুঁজিবাজারে তালিকাভুক্ত পিপলস লিজিংয়ের অবসায়নে জন্য বাংলাদেশ ব্যাংকের আবেদনের প্রেক্ষিতে সরকার সম্মতি দিয়েছে। এ অবসায়নের সিদ্ধান্ত হবে আদালতে, এ জন্য আইনজীবীও নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। অবসায়নের সিদ্ধান্তের পর গত ১১ জুলাই কোম্পানিটির শেয়ার লেনদেন বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালনা পর্ষদ। যা ১৪ জুলাই থেকে কার্যকর করা হয়েছে। আর এ খবরে তালিকাভুক্ত আর্থিক প্রতিষ্ঠান খাতের সবগুলো কোম্পানির শেয়ারে নেতিবাচক প্রভাব পড়েছে।

দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/এসএ/খান

Share
নিউজটি ৩২৮ বার পড়া হয়েছে ।
Tagged