বন্ড ইস্যু সংশোধন করেছে পূবালী ব্যাংক

সময়: বৃহস্পতিবার, জুন ২৪, ২০২১ ৩:১২:০০ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : পারপেচ্যুয়াল বন্ড ইস্যুতে সংশোধনী করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি পূবালী ব্যাংক।ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ৫০০ কোটি টাকার বন্ড ইস্যুর বদলে ৪৫০ কোটি টাকার বন্ড ইস্যু করবে কোম্পানিটি। পাবলিক অফারের মাধ্যমে বাকী ৫০ কোটি টাকা উত্তোলন করবে।

প্রসঙ্গত, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্দেশনা অনুযায়ী ব্যাংকটি বন্ড ইস্যুতে সংশোধনী এনেছে।

পূবালী ব্যাংক পারপেচ্যুয়াল বন্ড ইস্যুর মাধ্যমে অতিরিক্ত টিয়ার-১ (এটি-১) ব্যাংকের ব্যাসেল-৩ শর্ত পূরণে মূলধন সহয়তা করবে। ঝুঁকিভিত্তিক মূলধন প্রাপ্যতার ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের গাইডলাইন অনুসরণ করতে ব্যাংকটি বন্ড ইস্যু করবে।

পূবালী ব্যাংক পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা এবং বাংলাদেশ ব্যাংকের অনুমতি নিয়ে বন্ড ইস্যু করতে পারবে।

দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/এসএ/খান

Share
নিউজটি ৪২৬ বার পড়া হয়েছে ।
Tagged