বাংলাদেশ শিপিং কর্পোরেশনের আর্থিক পতিবেদন প্রকাশ

সময়: মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২০ ১:১৩:৪৩ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : সর্বশেষ হিসাববছরের তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি’২০-মার্চ’২০) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বাংলাদেশ শিপিং কর্পোরেশন লিমিটেড। আলোচ্য প্রান্তিকে কোম্পানির আয় বেড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৯১ পয়সা। আগের বছর একই সময়ে আয় ছিল ৮৭ পয়সা।
অন্যদিকে প্রথম তিন প্রান্তিকে তথা হিসাববছরের প্রথম ৯ মাসে (জুলাই’১৯-মার্চ’২০) কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ৬৪ পয়সা। আগের বছর একই সময় ছিল ১ টাকা ৭৬ পয়সা।
তিন প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল ৫ টাকা ৬৩ পয়সা, যা আগের বছরের একই সময়ে ৪ টাকা ৭৩ পয়সা ছিল।
৩০ জুন, ২০২০ তারিখে কোম্পানির শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য দাঁড়িয়েছে ৬০ টাকা ১০ পয়সা।
দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/এসএ/খান

Share
নিউজটি ৩৩৮ বার পড়া হয়েছে ।
Tagged