বাংলাদেশ সাবমেরিন ক্যাবলের শেয়ার লেনদেন স্থগিত

সময়: রবিবার, জানুয়ারি ২১, ২০২৪ ২:০৬:১৯ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক: ইজিএম সংক্রান্ত রেকর্ড ডেটের কারণে আগামীকাল ও বাংলাদেশ সাবমেরিন ক্যাবলের শেয়ার লেনদেন স্থগিত থাকবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, শেয়ারবাজারে তালিকাভুক্ত বাংলাদেশ সাবমেরিন ক্যাবলের ইজিএম (বিশেষ সাধারণ সভা) আহ্বান আহ্বান করা হয়েছে।

আগামী ১৫ ফেব্রুয়ারি সকাল ১১টায় ডিজিটাল প্লাটফর্মে কোম্পানিটির ইজিএম অনুষ্ঠিত হবে।

কোম্পানিটি ২ কোটি ২১ লাখ ৩৩ হাজার ৩৩৩ টি সাধারণ শেয়ার (প্রতিটির অভিহিত মূল্য ১০ টাকা) মূল্যে ইস্যু করবে। বিএসসিসিএল ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অধীনে শেয়ার ইস্যু করবে।

উন্নয়ন প্রকল্প ‘আঞ্চলিক সাবমেরিন টেলিকমিউনিকেশন প্রজেক্ট, বাংলাদেশ (দ্বিতীয় সাবমেরিন কেবল স্থাপন ও স্থাপন)’ প্রকল্পের অধীনে ১৬৬ কোটি টাকা গ্রহণ করবে।

কোম্পানিটি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমতি নেবে।

এছাড়া কোম্পানিটির ব্যবস্থাপনা পরিচালকের পদ পরিবর্তন করতে সংঘ্বসারকের কিছু পরিবর্তন করবে।

এ কারণে কোম্পানিটি বিনিয়োগকারীদের সম্মতি নিতে ইজিএম করার সিদ্ধান্ত নিয়েছে।

 

 

Share
নিউজটি ৬২ বার পড়া হয়েছে ।
Tagged