১১ কোম্পানির ডিভিডেন্ড প্রেরণ

সময়: রবিবার, জানুয়ারি ২১, ২০২৪ ২:০৯:০২ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : বিদায়ী সপ্তাহে (১৪-১৮ জানুয়ারি) বিনিয়োগকারীদের কাছে ১১ কোম্পানির ডিভিডেন্ড প্রেরণ করা হয়েছে। এসব কোম্পানির বিনিয়োগকারীরা তাদের ব্যাংক হিসাবে কোম্পানিগুলোর ক্যাশ ডিভিডেন্ড পেয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হলো-এডিএন টেলিকম, এ্যাপেক্স স্পিনিং, এ্যাপেক্স ফুডস, বিডিকম অনলাইন, ইনফরমেশন টেকনোলজি কনসালটেন্টস, এ্যাপেক্স ট্যানারি, ইভিন্স টেক্সটাইল, আর্গন ডেনিমস, একমি ল্যাবরেটরিজ, রেনেটা ও ইউনাইটেড পাওয়ার জেনারেশন।

কোম্পানিগুলো ৩০ জুন, ২০২৩ অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছিল। যা বিএফটিএন-এর মাধ্যমে শেয়ারহোল্ডারদের ব্যাংক হিসাবে প্রেরণ করেছে।

কোম্পানিগুলোর মধ্যে এডিএন টেলিকম ১৫ শতাংশ ক্যাশ, এ্যাপেক্স স্পিনিং ২০ শতাংশ ক্যাশ, এ্যাপেক্স ফুডস ২০ শতাংশ ক্যাশ, বিডিকম অনলাইন ১০ শতাংশ ক্যাশ, ইনফরমেশন টেকনোলজি কনসালটেন্টস ১০ শতাংশ ক্যাশ, এ্যাপেক্স ট্যানারি ৫ শতাংশ ক্যাশ, ইভিন্স টেক্সটাইল ২.২৫ শতাংশ ক্যাশ,আর্গন ডেনিমস ১০ শতাংশ ক্যাশ, একমি ল্যাবরেটরিজ ৩৩ শতাংশ ক্যাশ, রেনেটা ৬২.৫ শতাংশ ক্যাশ এবং ইউনাইটেড পাওয়ার জেনারেশন ৮০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছিল।

 

 

Share
নিউজটি ৭২ বার পড়া হয়েছে ।
Tagged