বার্ষিক প্রতিবেদন পাঠিয়েছে আরএকে সিরামিকস

সময়: বৃহস্পতিবার, মার্চ ১১, ২০২১ ৬:০২:৩৭ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : শেয়ারহোল্ডারদের কাছে সর্বশেষ বছরের বার্ষিক প্রতিবেদন পাঠিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত সিরামিক খাতের কোম্পানি আরএকে সিরামিকস (বাংলাদেশ) লিমিটেড। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

কোম্পানিটি জানিয়েছে, গত ৯ মার্চ, মঙ্গলবার ই-মেইলে শেয়ারহোল্ডারদের কাছে ওই প্রতিবেদন পাঠানো হয়েছে। যদি কোনো শেয়ারহোল্ডার ই-মেইলে বার্ষিক প্রতিবেদন না পেয়ে থাকেন তাহলে তিনি আগামী ২৮ মার্চের আগে পর্যন্ত কোম্পানির রেজিস্টার্ড অফিস থেকে তার প্রিন্টেড কপি সংগ্রহ করতে পারবেন। তাছাড়া কোম্পানির ওয়েবসাইট থেকেও এটি ডাউনলোড করা যাবে।

উল্লেখ, গত ফেব্রুয়ারি মাসে আরএকে সিরামিকস সর্বশেষ হিসাববছরের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করে। এই লভ্যাংশের এই প্রস্তাবসহ আর্থিক প্রতিবেদন অনুমোদনের জন্য ৩১ মার্চ বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠানের তারিখ নির্ধারণ করা হয়। আর এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছিল ২৫ ফেব্রুয়ারি। ওই তারিখ পর্যন্ত যাদের কাছে কোম্পানির শেয়ার ছিল তারাই এজিএমে যোগদান, বার্ষিক প্রতিবেদন ও লভ্যাংশ পাওয়ার জন্য যোগ্য।

দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/এসএ/খান

Share
নিউজটি ৩৯০ বার পড়া হয়েছে ।
Tagged